← রাজ্য বিভাগে ফিরে যান
নারদ কাণ্ডে পুর্নর্বিবেচনার আর্জি তৃণমূলের, অনুমোদন হাইকোর্টের
নারদকাণ্ডে হাইকোর্টের নির্দেশ পুর্নর্বিবেচনার আবেদন ধৃত চার নেতা-মন্ত্রীর।ধৃতদের তরফে হাইকোর্টের সওয়াল করেন অভিষেক মনু সিঙ্ঘভি, সিদ্ধার্থ লুথরা। হাইকোর্টে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও।প্রধান বিচারপতির এজলাসে দৃষ্টি আকর্ষণ করেন তিন আইনজীবী। পুনর্বিবেচনার আর্জি পেশে অনুমোদন দিয়েছে হাইকোর্ট। এই আর্জির সঙ্গে সিবিআইয়ের দায়ের করা মামলা- কাল দুটি মামলার একসঙ্গে শুনানি হবে।
নারদকাণ্ডে জেলে রয়েছেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়।সোমবার ৪ জনের জামিনের ওপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন রাজ্যের ২ মন্ত্রী, ১ বিধায়ক ও প্রাক্তন মেয়র।আপাতত বুধবার পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে রাজ্যের ২ মন্ত্রী, ১ বিধায়ক ও প্রাক্তন মেয়রকে।