দেশ বিভাগে ফিরে যান

করোনা চিকিৎসায় আর প্লাজমা থেরাপি নয়, জানাল কেন্দ্র

May 18, 2021 | < 1 min read

কাজে আসছে না প্লাজমা থেরাপি।সোমবার এই চিকিৎসা পদ্ধতিটিকে ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন থেকে বাদ দেওয়ার কথা ঘোষণা করা হল।

করোনার অন্যতম চিকিৎসা পদ্ধতি হিসাবে প্লাজমা থেরাপি চালু করা হয় দেশে। কিন্তু সম্প্রতি গবেষণায় দেখা গিয়েছে, কাজে আসছে না এই থেরাপি। শুক্রবার এই নিয়ে বৈঠক করে ICMR এবং ন্যাশনাল টাস্কফোর্স।এই দিনের বৈঠকে করোনার চিকিৎসা পদ্ধতি থেকে প্লাজমা থেরাপি বাদ দেওয়ার পক্ষে সম্মতি জানিয়েছে এই দুই সংস্থা।বর্তমানে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় এই থেরাপি ব্যবহার করা হত।

এতদিন পর্যন্ত মৃদু উপসর্গবিশিষ্ট করোনা রোগীদের ক্ষেত্রে প্লাজমা থেরাপি প্রয়োগ করতেন চিকিৎসকরা। অনেক কোভিড জয়ী প্লাজমা দানের জন্য এগিয়েও এসেছেন।

প্রসঙ্গত, করোনায় মৃত্যু ঠেকাতে কনভালেসেন্ট প্লাজমার তেমন কোনও ভূমিকা দেখা যায়নি ‘প্লাসিড ট্রায়াল’ নামে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) প্লাজমা থেরাপি ট্রায়ালে। প্রথাগত চিকিৎসা পেয়ে (প্লাজমা ছাড়া) তাতে মারা গিয়েছিলেন ১৮% রোগী এবং সঙ্গে প্লাজমা থেরাপি পেয়েও মারা যান ১৯% রোগী। আর কলকাতার ট্রায়ালে দেখা গিয়েছিল, গুরুতর অসুস্থ মৃদু থেকে মাঝারি শ্বাসকষ্টের করোনা রোগীদের মধ্যে প্রথাগত চিকিৎসা পেয়ে যেখানে মারা গিয়েছেন ৩৪.৭৮% জন, সেখানে ওই চিকিৎসার সঙ্গে প্লাজমা থেরাপি যোগ করায় মারা গিয়েছেন মাত্র ১১.১১% রোগী। অর্থাৎ, মৃত্যুহার এক-তৃতীয়াংশেরও কম।

TwitterFacebookWhatsAppEmailShare

#plasma therapy

আরো দেখুন