উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে খাবার বিলি কোচবিহারে

May 24, 2021 | < 1 min read

কোচবিহার (Cooch Behar) জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ‘হিপ্পির নিরামিষ রান্নাঘর’ (Hippie Vegetarian Kitchen) পরিষেবা চালু হল। রবিবার থেকে দক্ষিণ বিধানসভা এলাকার মধ্যে বসবাসকারী করোনা সংক্রামিতদের বাড়িতে রান্না করা নিরামিষ আহার পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়। জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিকের ডাক নাম হিপ্পি। তাঁর উদ্যোগেই এ কাজ চলছে।

এই খাবারের তালিকায় থাকছে ভাত, ডাল, শাক, আলুর দম, মাশরুম, সোয়াবিন, পনির, কাবলি ছোলা, ধোকার ডালনা ও ফল। একেক দিন একেক ধরনের রান্না করা খাবার দেওয়া হবে। কোচবিহারের শহরের ২০টি ওয়ার্ড ও ন’টি গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকায়। এখানে যাঁরা করোনা আক্রান্ত রয়েছেন তাঁদের নামের তালিকা জোগাড় করে দুপুরের খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। এ জন্য এলাকা ভিত্তিক দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এই পরিষেবা পেতে যোগাযোগের জন্য ৭৯০৮৯৪৮৩৮৯ এবং ৭৬০২৯১৮১৬১ নম্বর দেওয়া হয়েছে। কোনও ব্যক্তি এই পরিষেবা রাতে পেতে চাইলে সেটিও করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রসঙ্গত, এবারের বিধানসভা ভোটে কোচবিহার দক্ষিণ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন অভিজিৎবাবু। নির্বাচনে তিনি পরাজিত হন। অভিজিৎবাবু বলেন, গতবছর করোনার সময় আমরা খাদ্যসামগ্রী বিলি করেছি। কিন্তু, এবার পরিস্থিতি অনুসারে আক্রান্তদের বাড়িতে সরাসরি রান্না করা খাবার পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছি।

TwitterFacebookWhatsAppEmailShare

#cooch behar, #Hippie Vegetarian Kitchen, #Trinamool Youth Congress

আরো দেখুন