কলকাতা বিভাগে ফিরে যান

পরিচারিকা, আয়া, নিরাপত্তারক্ষীদের টিকা প্রদানের উদ্যোগ কলকাতা পুরনিগমের

May 30, 2021 | < 1 min read

আয়া, নিরাপত্তারক্ষী, পরিচারিকাদের করোনাভাইরাস টিকা প্রদানের উদ্যোগ নিল কলকাতা পুরনিগম। শনিবার ‘টক টু কেএমসি’ অনুষ্ঠানে পুরনিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানান, সকলের জন্য করোনার টিকা ব্যবস্থা করতে চাইছে পুরনিগম। তারইমধ্যে আয়া, নিরাপত্তারক্ষী, পরিচারিকাদের করোনা টিকা প্রদানের বিষয়টিও দেখা হচ্ছে। তা নিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরের কাছে প্রস্তাব পাঠানো হবে।

যাঁরা বেশি মানুষের সংস্পর্শে আসেন, তাঁদের অগ্রাধিকারিকের ভিত্তিতে টিকা প্রদানের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই তালিকায় আয়া, পরিচারিকাদের রাখা হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে, আয়া, পরিচারিকা, নিরাপত্তারক্ষীরা অনেকের সংস্পর্শে আসেন। তাই তাঁদেরও টিকা প্রদানের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা নিয়ে শনিবার ‘টক টু কেএমসি’ অনুষ্ঠানে ফিরহাদের কাছে আর্জি জানানো হয়। পরে ফিরহাদ জানান, এই প্রথম পুরনিগমের কাছে কোনও আর্জি জমা পড়ল। বিষয়টি নিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরের কাছে প্রস্তাব পাঠানো হবে।

পাশাপাশি ফিরহাদ জানান, করোনা মোকাবিলায় ভালো কাজ চালিয়ে যাচ্ছে পুরনিগম। আগের তুলনায় সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। সেফ হোমগুলিতেও নয়া রোগীর সংখ্যা কমছে। আপাতত সকলের টিকাকরণের উপর জোর দেওয়া হচ্ছে। সোমবার থেকেই কলকাতার ১৪৪ টি পুর স্বাস্থ্য কেন্দ্রে টিকা প্রদান হবে। ১৮ বছরের নীচেও টিকা প্রদানের জন্য কয়েকজন আর্জি জানান। যদিও পুরনিগমের তরফে জানানো হয়েছে, এখনও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দেশজুড়ে ১৮ বছরের নীচে টিকাকরণের অনুমতি দেয়নি। ফলে এখনও ১৮ বছরের নীচে টিকাকরণ শুরু হবে না বলে জানানো হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#KMC, #vaccines, #maids, #security guards

আরো দেখুন