রাজ্য বিভাগে ফিরে যান

“ত্রিপল চুরি”র অভিযোগে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর, গ্রেপ্তার হতে পারেন সৌম্যেন্দুও?

June 2, 2021 | < 1 min read

কাঁথি পুরসভার গোডাউন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পাঠানো বন্যা দুর্গতদের জন্য ত্রাণের ত্রিপল চুরির চেষ্টার অভিযোগে এবারে লিখিত এফআইআর (FIR) বাহির হল শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), তার ছোটভাই সৌম্যেন্দু অধিকারী (Soumendu Adhikari), শুভেন্দু অধিকারীর ডানহাত বলে পরিচিত দীর্ঘদিন তার আপ্ত সহায়ক হিসেবে কাজ করা হিমাংশু মান্নার বিরুদ্ধে।

প্রসঙ্গত গত সপ্তাহেই কাঁথি পুরসভার গোডাউন থেকে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে ট্রিপল চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ জানিয়েছে কাঁথি পৌরসভার বর্তমান প্রশাসক মন্ডলী।বাংলার রাজনীতিতে বিস্ফোরক ঘটনা। ঘূর্ণিঝড়ের কবলে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুরের মানুষের ত্রাণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পাঠানো ত্রাণ সামগ্রী চুরি করার অভিযোগ উঠল শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক এবং শুভেন্দুর ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। গোটা ঘটনায় ঘটেছে শুভেন্দু অধিকারীর নির্দেশে বলে স্বীকারোক্তিতে জানিয়েছেন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক।

কাঁথি পৌরসভার গোডাউন থেকে ত্রিপল চুরির চেষ্টা। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় হাতেনাতে ধরা পড়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। প্রধান অভিযুক্ত বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং তাঁর ছোট ভাই সৌম্যেন্দু অধিকারী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে রাজ্যে বর্তমান মহামারী চলাকালীন যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট চালু রয়েছে তার প্রেক্ষিতে এই ধরনের লিখিত অভিযোগের ভিত্তিতে শুভেন্দু অধিকারী এবং তাঁর ভাইকেও অন্যান্য অভিযুক্তদের সঙ্গে গ্রেফতার করা হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#suvendu adhikari, #FIR

আরো দেখুন