ঘর বাঁচাতে মরিয়া বঙ্গবিজেপি, মুকুল-জায়ার খবর জানতে এবার মোদির ফোন
গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পর পরই মুকুল রায়ের স্ত্রীকে দেখতে হাসপাতালে গেছিলেন রাজ্য বিজেপি-র (BJP) সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বুধবার রাত ৯টা নাগাদ দিলীপ ঘোষ হাসপাতালে যান। মুকুল রায়ের (Mukul Roy) স্ত্রীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তিনি খোঁজ খবর নিয়েছিলেন। তারপর আজ সকালে মুকুলকে ফোন করে তার স্ত্রীর স্বাস্থ্যের খবরাখবর নিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
করোনা সংক্রমণের পরে বেশ কিছু দিন ধরেই ই এম বাইপাসের পাশে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন মুকুলের স্ত্রী কৃষ্ণা রায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণা করোনা মুক্ত হলেও অন্যান্য শারীরিক জটিলতা রয়েছে। সেই কারণে তাঁকে এখন একমো সাপোর্টে রাখা হয়েছে। বুধবার মুকুল রায়ের স্ত্রীকে দেখতে হাসপাতালে যান যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যখন যান, তখন সেখানে মুকুল ছিলেন না। তবে ছিলেন মুকুলের ছেলে শুভ্রাংশু রায়। তাঁর সঙ্গেই অভিষেক চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কথা বলেন। এদিকে শুভ্রাংশুর ফেসবুক পোস্ট, কলার টিউন নিয়ে জোর গুজব যে তিনি বিজেপি ছাড়তে চলেছেন।
মুকুল রায় বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। তা সত্ত্বেও রাজ্য বিজেপির তরফে সেই ভাবে তাঁর স্ত্রীর স্বাস্থ্যের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছিল না। এই বিষয়টি নিয়ে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছেন শুভ্রাংশু। অন্যদিকে আরও গুজব চলছে যে শুভেন্দুর উত্থানে কার্যত নাইকি সাইডলাইন করে দেওয়া হয়েছে মুকুলকে।
১১ মে থেকে কৃষ্ণা রায় হাসপাতালে ভর্তি থাকলেও তাঁকে দেখতে কেউ গিয়েছেন বলে বিজেপি-র কোনও নেতাই মনে করতে পারছেন না। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, অভিষেক যাওয়ার পর ড্যামেজ কন্ট্রোল করতেই কি প্রথমে দিলীপ ঘোষ হাসপাতালে ছুটলেন এবং তারপেরই এলো প্রধানমন্ত্রীর ফোন, সেটাই নিয়ে গুজব তুঙ্গে?