কোভিড আবহে উচিত মাধ্যমিক -উচ্চ মাধ্যমিক? মতামত চায় রাজ্য, ট্যুইট মমতারও

অভিভাবক, পড়ুয়া অথবা সাধারণ মানুষ মতামত দিতে পারেন।

June 6, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনা অতিমারীর মধ্যে মাধ্যমিক (Madhyamik) ও উচ্চ মাধ্যমিক(Higher Secondary) পরীক্ষা হওয়া উচিত কি না, বা হলেও কী ভাবে সেই পরীক্ষা নেওয়া হবে, না হলেই বা মূল্যায়ন কী ভাবে হবে সেই বিষয়ে অভিভাবক, পড়ুয়া ও সাধারণ মানুষের কাছে মতামত চাইল সরকার। তিনটি ই-মেল আইডি দেওয়া হয়েছে সরকারের তরফে। সেখানেই নিজেদের মতামত জানাতে পারবেন তাঁরা। সোমবার দুপুর ২টোর মধ্যে মতামত জানাতে বলা হয়েছে।

রবিবার রাজ্য সরকারের শিক্ষা দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘রাজ্য সরকার ইতিমধ্যেই একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে। সেই কমিটি যে বিষয়গুলি খতিয়ে দেখছে, সেগুলি হল ১) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়া উচিত কি না, ২) পরীক্ষা হলেও কী ভাবে সেই পরীক্ষা নেওয়া হবে, ৩) পরীক্ষা না হলে মূল্যায়ন কী ভাবে হবে’।

আগামীকাল সোমবার ২ টোর মধ্যে ইমেল করে মতামত জানাতে হবে। pbssm.spo@gmail.com, commissionerschooleducation@gmail.com, এবং wbssed@gmail.com এই তিন মেল আইডিতে মেল মারফত জানানো যাবে মতামত।

গত বুধবার মাধ্যমিকের সূচি ঘোষণা করার কথা ছিল রাজ্য সরকারের। কিন্তু শেষ মুহূর্তে বৈঠক বাতিল করা হয়। তার পরেই রাজ্য সরকার জানিয়ে দেয় একটি বিশেষজ্ঞ কমিটি গড়া হয়েছে, যেখানে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, মনোবিদ, চিকিৎসক ও শিশু সুরক্ষা কমিটির সদস্যরা রয়েছেন। তাঁদের রিপোর্টের আগেই এ বার জনমত চেয়ে পাঠাল সরকার।

এবিষয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। টুইটে তিনি লিখেছেন ,”আমাদের শিশুদের ভবিষ্যতই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা একটি বিশেষ কমিটি গঠন করেছি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়ার জন্যে। অবিভাবক, বিশেষজ্ঞ, ছাত্রছাত্রী সবাইকে আমরা তাদের মতামত জানানোর জন্যে অনুরোধ করছি।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen