কলকাতা বিভাগে ফিরে যান

ব্যক্তিগত যন্ত্রণায় জর্জরিত, বৈঠকের কথা আমায় কেউ জানায়নি: মুকুল

June 8, 2021 | < 1 min read

আমন্ত্রণ পাননি বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ডাকা বৈঠকে। তাই সেই বৈঠকে যাননি। তাঁকে নিয়ে চলা জল্পনার আবহে এমনই বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা মুকুল রায়ের। পাশাপাশি তাঁর দাবি, তিনি ‘যন্ত্রণা’য় জর্জরিত। আত্মীয়ের অসুস্থতার কারণে বৈঠকে থাকতে পারেননি আর এক বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ও।

দিলীপের বৈঠকে মুকুলের মতো প্রথমসারির নেতা কেন গরহাজির? প্রশ্ন শুনে মুকুলের উত্তর, ‘‘আমাকে কেউ বৈঠকের বিষয়ে জানাননি। আমি এখন এ সবের মধ্যে নেই। নিজের যন্ত্রণায় জ্বলছি।’’ প্রসঙ্গত গুরুতর অসুস্থ মুকুলের স্ত্রী। তিনি রয়েছেন ভেন্টিলেশনে। কিছু দিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন মুকুল নিজেও। দিলীপের বৈঠকে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ ছিল। মুকুলের ঘনিষ্ঠবৃত্তের দাবি, সে কারণেই ভিড় এড়িয়ে গিয়েছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। যদিও, মঙ্গলবার দিলীপের বৈঠকে মুকুলের অনুপস্থিতি নিয়ে জল্পনা জোরদার হয়েছে।

দলের রাজ্য কমিটির নেতা না হয়েও বিজেপি-র গুরুত্বপূর্ণ বৈঠকে এত দিন উপস্থিত থাকতেন রাজীব বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনিও গরহাজির ছিলেন দিলীপের ডাকা বৈঠকে। রাজীবের ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, আত্মীয়তার অসুস্থতার কারণে তিনি ওই বৈঠতে যেতে পারেননি। অবশ্য বৈঠকে ছিলেন না বিজেপি-র রাজ্য কমিটির আর এক সদস্য সব্যসাচী দত্তও।

TwitterFacebookWhatsAppEmailShare

#mukul roy, #bjp

আরো দেখুন