রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫৮ জন, মোট সংক্রামিত ৩৩৪, রিপোর্ট মুখ্যসচিবের

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, রাজ্যে এই মুহূর্তে অ্যাক্টিভ রোগী রয়েছেন ৩৩৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১০৩ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের।

April 23, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনা ভাইরাসের সংক্রমণ লাফিয়ে বাড়ছে রাজ্যে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ৫৪ জন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, রাজ্যে এই মুহূর্তে অ্যাক্টিভ রোগী রয়েছেন ৩৩৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১০৩ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের।

রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৫৪ জন। তাঁদের মধ্যে আবার ২২ জন করোনা আক্রান্ত রোগীর পরিবারের সদস্য। আর নতুন করে সংক্রামিত হয়েছেন ৩৬ জন। রাজ্যে ১২টি ল্যাবে চলছে করোনা পরীক্ষ। মালদহে মোট ১২০ জনের করোনা পরীক্ষা করানো হয়েছে। সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন মুখ্যসচিব।
নতুন আক্রান্তদের অধিকাংশই কলকাতার বাসিন্দা বলে উদ্বেগ প্রকাশ করেছে মুখ্যসচিব। রাজ্যের লকডাউন ব্যবস্থাপনা খতিয়ে দেখেছে কেন্দ্রীয় প্রতিনিধিদল। এবং তাতে তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন কলকাতায় করোনা সংক্রমণ বাড়ছে এনিয়ে কোনও সন্দেহ নেই। হাওড়া এবং উত্তর ২৪ পরগনার অবস্থাও খুব একটা ভাল নয়। সেখান থেকেও সংক্রামিতের সংখ্যা বাড়ছে বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen