রাজ্য বিভাগে ফিরে যান

বিজেপি এজেন্টের কাজ ছাড়ুন, রাজ্যপালকে কটাক্ষ কুণালের

June 15, 2021 | < 1 min read

দিল্লি যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (jagdeep dhankhar)। রাজ্যপালের দিল্লি সফর নিয়ে তুঙ্গে জল্পনা। রাজ্যপাল জগদীপ ধনখড় যখন দিল্লি যাচ্ছেনই তখন উনি যেন ওখানে গিয়ে কেন সঠিক সময়ে করোনার ভ্যাকসিন, অক্সিজেন পাওয়া গেল না সেই কথাগুলি যেন বলেন, মন্তব্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। এ প্রসঙ্গে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘‌রাজ্যপাল তো দিল্লি যাচ্ছেন। তখন রাজ্যপালের বলা উচিত যে কেন কেন্দ্র দীর্ঘদিন ধরে রাজ্যকে বঞ্চিত করে গেল। সমস্ত রকম পাওনা, জিএসটির বকেয়া সমস্ত কিছুতেই বঞ্চিত করা হচ্ছে বাংলাকে। সবথেকে বড় কথা অক্সিজেন পাওয়া গেল না, রেমডিসিভি পাওয়া গেল না। করোনার ভ্যাকসিন পাওয়া গেল না। তারপর ৩ রকম দাম হল ভ্যাকসিনের। পরবর্তী কালে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস যখন প্রতিবাদ করল তখন সারা দেশ থেকে প্রতিবাদের আওয়াজ উঠল তখন কেন্দ্র দায়সাড়া ঘোষণা করে চুপ হয়ে গেল। কোভিড নীতিতে কেন্দ্র পুরোপুরি ব্যর্থ। সেগুলি নিয়ে দিল্লিতে কথা বলুক রাজ্যপাল। শুধুমাত্র বিজেপির এজেন্টের কাজ করছেন তিনি। বিজেপির দলীয় ভবন তৈরি করে ফেলেছেন রাজভবনটাকে।’‌ 

প্রসঙ্গত, বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেতারা আর এ প্রসঙ্গ, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‌যখন থেকে রাজ্যপাল হয়ে এসেছেন জগদীপ ধনখড় তবে থেকেই তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তিনি। আর তাই রাজ্যপালকে আক্রমণ করছে তৃণমূল নেতারা। তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখায়। রাজ্যপালের উদ্দেশে অসম্মানজনক শব্দপ্রয়োগ করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূল নেতারা। তা সত্ত্বেও বুক চিতিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। জগদীপ ধনকড়ের ভূমিকাকে সমর্থন করি বলেও জানান দিলীপ ঘোষ।’‌

TwitterFacebookWhatsAppEmailShare

#Jagdeep Dhankhar, #bjp, #tmc, #Kunal Ghosh

আরো দেখুন