উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

বঙ্গভঙ্গকে সমর্থন, ডাবগ্রামে বিধায়কের বিরুদ্ধে এফআইআর

June 25, 2021 | < 1 min read

উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবির সমর্থনে বিবৃতি দেওয়ার অভিযোগে এবার ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক তথা বিজেপি নেত্রী শিখা চট্টোপাধ্যায়ের (Shikha Chattopadhyay) বিরুদ্ধে পুলিসের কাছে অভিযোগ দায়ের হল। এ ধরনের বিবৃতি দিয়ে বিধায়ক উত্তরবঙ্গ তথা গোটা রাজ্যকে অশান্ত করতে চাইছেন, এই অভিযোগ এনে বৃহস্পতিবার শিলিগুড়ি পুলিস কমিশনারেটের দু’টি থানায় তৃণমূল কংগ্রেস এফআইআর দায়ের করে। এনজেপি থানায় ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক তৃণমূলের সভাপতি দেবাশিস প্রামাণিক লিখিত অভিযোগ দায়ের করেন। শিখদেবীর বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ দায়ের হয় আশিঘর পুলিস ফাঁড়িতে। সেখানে ডাবগ্রাম-২ অঞ্চল তৃণমূলের তরফ থেকে এফআইআর করা হয়। আলিপুরদুয়ারের বিজেপি এমপি জন বারলা বঙ্গভঙ্গের কথা প্রথম প্রকাশ্য বলেন। তারপর থেকে বিজেপির একাধিক বিধায়ক ও সাংসদ এর সমর্থনে বিবৃতি দিতে থাকেন। চলতি সপ্তাহে ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি (BJP) বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ও উত্তরবঙ্গকে নিয়ে আলাদা রাজ্য করার দাবিকে সমর্থন জানিয়ে সংবাদমাধ্যমে বিবৃতি দেন।

দেবাশিস প্রামাণিক বলেন, একজন বিধায়ক হিসেবে শিখাদেবী তাঁর দায়িত্ববোধ ভুলে গিয়ে রাজ্যভাগের কথা বলে উত্তরবঙ্গ সহ রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছেন। আইনশৃঙ্খলার স্বার্থে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। সেই দাবিতে এদিন আমরা পুলিসের কাছে এফআইআর দায়ের করি।

যদিও শিখা চট্টোপাধ্যায় এদিনও জানিয়েছেন, তিনি কোনও অন্যায় বা ভুল করেননি। তিনি বলেন, গণতান্ত্রিক দেশে সাংবিধানিক অধিকার মতো ব্যক্তিগত মতামত প্রকাশ করা কোনও অন্যায় নয়। আবারও বলছি, উত্তরবঙ্গ সবদিক থেকেই বঞ্চিত। আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হতেই পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #FIR, #Shikha Chattopadhyay

আরো দেখুন