রাজ্য বিভাগে ফিরে যান

এখনও বিজেপির রাজ্য নেতৃত্বের তালিকায় মুকুলের নাম, বিতর্ক

June 27, 2021 | < 1 min read

১৫ দিনের উপর হয়ে গিয়েছে মুকুল রায় (Mukul Roy) বিজেপি (BJP) ছেড়েছেন। কিন্তু রাজ্য বিজেপি-র ওয়েবসাইটে, দলের কার্যকারিণী কমিটির সদস্য (স্টেট এগজিকিউটিভ কমিটি মেম্বার) তালিকায় এখনও রয়েছে তাঁর নাম। একা মুকুল নন, তাঁর আগেই বিজেপি ছেড়ে যাওয়া শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও রয়ে গিয়েছেন এই তালিকায়।

মুকুল রায় বিজেপি থেকে তৃণমূলে ফিরে গিয়েছেন গত ১১ জুন। তার পরে পরেই দলের সর্বভারতীয় ওয়েবসাইট থেকে মুকুলের সহ-সভাপতি পরিচয়-সহ নাম বাদ দেওয়া হয় । রাজ্য দফতরে মুকুলের ঘরের নেমপ্লেট খুলে ফেলা হয়। এর পরে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করতে বিধানসভার স্পিকারকে চিঠিও দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী ১৬ জুলাই তার শুনানি হওয়ার কথা।

কিন্তু এত কিছুর পরেও রাজ্য বিজেপি-র ওয়েবসাইটে দলের কার্যনির্বাহী কমিটির তালিকা থেকে মুকুলের নাম বাদ দেওয়া হয়নি। শোভন-বৈশাখী বিধানসভা নির্বাচনের আগেই বিজেপি ছাড়ার ঘোষণা করেন। প্রার্থী তালিকা ঘোষণার সময়ই পছন্দের আসন না পাওয়ার কথা জানিয়ে বিজেপি-র সব দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা বলেন কলকাতার প্রাক্তন মেয়র ও রাজ্যের মন্ত্রী শোভন ও তাঁর বান্ধবী। তার পরে এখনও তাঁদের নাম রয়ে গিয়েছে রাজ্য বিজেপি-র ওয়েবসাইটে।

TwitterFacebookWhatsAppEmailShare

#mukul roy

আরো দেখুন