খেলা বিভাগে ফিরে যান

ইউরো কাপে সোনার বুটের দৌড়ে এগিয়ে রোনাল্ডোই

July 5, 2021 | < 1 min read

ইউরো কাপের (Euro Cup) কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের কাছে ম্যাচ হেরে ছিটকে গিয়েছে চেক প্রজাতন্ত্র। কিন্তু কোয়ার্টার ফাইনালের ম্যাচেও আগুনে ফর্মে ছিলেন চেক ফরোয়ার্ড প্যাট্রিক শিক। ড্যানিশদের বিরুদ্ধেও বায়ের লেভারকুসেনের বছর পঁচিশের এই ফরোয়ার্ডের পা থেকে গোল আসে। আর এই গোলের সঙ্গেই শিক চলতি ইউরো কাপে যুগ্ম সর্বোচ্চ গোলদাতা হয়ে যান। পর্তুগিজ জাদুকর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে এক আসনে তিনি চলে আসেন।

উল্লেখ্য, চলতি ইউরো কাপে রোনাল্ডো (Ronaldo) এবং শিক, দু’জনেই ৫টি করে গোল করেছেন। তবে দুজনে সমসংখ্যক গোল করেও গোল্ডেন বুটের দৌড়ে শিক পিছিয়ে রয়েছেন। এগিয়ে আছেন সিআর সেভেন। তার কারণ একটাই শিক নিজে গোল করেছেন, কিন্তু করাননি। এদিকে রোনাল্ডো ৫টি গোল করেছেন ও ১টি গোল করিয়েছেন। আর এই মাপকাঠিতেই ইউরোর সোনার বুটের দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছেন রোনাল্ডো।

তবে রোনাল্ডোই যে এই সম্মান পেতে চলেছেন তা কিন্তু এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। এর কারণ ডেনমার্ক ও ইংল্যান্ড এই দুই দেশও ইউরোর সেমিতে উঠে গিয়েছে। ডেনমার্কের গোলমেশিন ক্যাসপার ডোলবার্গ ও ইংল্যান্ডের রহিম স্টারলিংয়ের ঝুলিতে রয়েছে ৩টি করে গোল। ফলে তাঁদের কাছে সুযোগ থাকছে রোনাল্ডো-শিককে টপকে যাওয়ার। এখন দেখার টুর্নামেন্টের শেষ অবধি এই লড়াই কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cristiano Ronaldo

আরো দেখুন