রাজ্য বিভাগে ফিরে যান

সোমবার থেকেই পথে নামছে বেসরকারি বাস: মুখ্যমন্ত্রী

April 29, 2020 | < 1 min read

গ্রিন জোনে সোমবার থেকেই চলবে বেসরকারি বাস। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাস চললেও ২০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলার মধ্যেই বাস চলাচল করতে পারবে। সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে সামাজিক দূরত্ব মেনেই যাতায়াত করতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

লকডাউনের জেরে চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন রাজ্যের বেসরকারি পরিবহণ মাধ্যমের সঙ্গে যুক্ত কর্মীরা। বাসমালিকরাও চরম বিপাকে পড়েছেন। পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্তদের কথা ভেবেই রাজ্যের গঠিত টাস্ক ফোর্স লকডাউন পরিস্থিতিতে নয়া সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার থেকেই রাজ্যের গ্রিন জোনগুলিতে বেসরকারি বাস চলাচল করতে পারবে বলে সিন্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাস চলাচলে ছাড় দেওয়া হলেও লকডাউনের সব শর্ত বাসকর্মীদের মানতে হবে বলে জানিয়ছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সোমবার থেকেই গ্রিন জোনে থাকা এলাকাগুলিতে বেসরকারি বাস চলাচলে ছাড় দিয়েছে রাজ্য সরকার। সরকারি সব বিধি-নিষেধ মেনে বাস চলাচল করতে পারবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #GreenZone, #bus service, #West Bengal

আরো দেখুন