← বিবিধ বিভাগে ফিরে যান
করোনা প্রকোপের মধ্যেই খুলে গেল কেদারনাথ মন্দির – ভক্তদের প্রবেশে বহাল নিষেধাজ্ঞা
করোনায় কাঁপছে গোটা বিশ্ব। লকডাউনে দেশও স্তব্ধ। এই পরিস্থিতিতে তীর্থযাত্রীদের কোনওভাবেই মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না। কিন্তু রীতি মেনে বুধবার ছটা বেজে ১০ মিনিটে খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা। এ দিন ১৬ জনকে সঙ্গে নিয়ে মন্দিরে পৌঁছান সেখানকার প্রধান পুরোহিত। তবে মন্দির খুললেও দর্শন আপাতত বন্ধই থাকছে।
মন্দির খোলা হবে কিনা সেই বিষয়ে প্রচুর সংশয় দেখা গিয়েছিল মন্দির কমিটির মধ্যে। সে জন্য বৈঠক করেছেন মন্দির কমিটি। এর পর সিদ্ধান্ত নেওয়া হয় যে, মন্দির নির্ধারিত সময়েই খোলা হবে। তবে দর্শনের সুযোগ থাকছে না।
করোনা মহামারীর কারণে রুদ্রপ্রয়াগের জেলাশাসক মঙ্গেশ গিধিয়াল জানিয়ে দেন, ২৯ এপ্রিল প্রথা মেনে মন্দির খুলবে। শুধু ১৬ জনকে নিয়ে সেখানে উপস্থিত থাকবেন প্রধান পুরোহিত।