বিশ্ব ক্যাডেট কুস্তিতে সোনা জিতলেন প্রিয়া, টুইটে অভিনন্দন মমতা ব্যানার্জির
অলিম্পিক্সে (Olympics) ভারতের খাতায় এখনও কোনও সোনা আসেনি ঠিকই। কিন্তু বিশ্ব ক্যাডেট কুস্তি চ্যাম্পিয়নশিপে (Cadet KushtiChampionship) সোনা জিতলেন প্রিয়া মালিক (Priya Malik)। তাঁকে অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোনা জিতেছেন আর এক কুস্তিগীর তনু মালিকও (Tanu Malik)। তিনি ৪৩ কেজি বিভাগে জেতেন।
বিশ্ব ক্যাডেটে ৭৩ কেজি বিভাগে খেলতে নেমেছিলেন প্রিয়া। ফাইনালে বেলারুসের সেনিয়া পাটাপোভিচকে ৫-০ পয়েন্টে হারিয়ে দেন। শনিবারই অলিম্পিক্সে ভারোত্তোলনে রুপো জিতেছিলেন মীরাবাই চানু।
প্রিয়ার জয়ের পরেই মুখ্যমন্ত্রী টুইট করে লেখেন, ‘বিশ্ব ক্যাডেট কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনা জেতার জন্য প্রিয়া মালিককে অনেক অভিনন্দন। আমার হৃদয় গর্বে ভরে যাচ্ছে। অংশগ্রহণকারী সমস্ত ক্রীড়াবিদের প্রতি শুভেচ্ছা। এ ভাবেই মুখ উজ্জ্বল করতে থাকো’।
রোয়া সার্কিটে প্রিয়া যথেষ্ট পরিচিত নাম। ২০১৯ সালে খেলো ইন্ডিয়া গেমসে সোনা জিতেছিলেন। একই বছরে ১৭তম স্কুল গেমসেও সোনা জেতেন তিনি। ২০২০-তে তাঁর নামের পাশে রয়েছে দুটি সোনা। বিশ্ব ক্যাডেটে আর এক ভারতীয় বর্ষা ৬৫ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন।