রাজ্যে করোনাজয়ীর সংখ্যা প্রায় ১৫ লক্ষ

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১০ জনের।

July 28, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ফের কমল রাজ্যের দৈনিক পজিটিভিটি রেট। একদিনে নতুন করে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৬২ জন। অত্যন্ত সামান্য হলেও কমেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন ১০ জন। বেড়েছে সুস্থতার হার। 

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১০ জনের। মৃত্যুর নিরিখে প্রথম স্থানে জলপাইগুড়ি (Jalpaiguri)। একদিনে করোনার বলি সেখানকার ৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ০৯৫ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮৩৮ জন। 
এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪,৯৫,৪৮৩। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.০৭ শতাংশ।  গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ১১৩ জনের। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৫৫,৫৩,৯৫৮ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০। উল্লেখ্য, করোনা মোকাবিলায় ভ্যাকসিনেশনের উপর জোর দিচ্ছে রাজ্য। তবে পর্যাপ্ত টিকা সরবরাহ না হওয়ায় মাঝেমধ্যে বন্ধ রাখতে হচ্ছে টিকাদান কেন্দ্রগুলি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen