← খেলা বিভাগে ফিরে যান
অলিম্পিক্সে কাল নামছেন মেরি কম, সিন্ধু, এবার কাটবে পদকের খরা?
মীরাবাঈ চানুর পর এখনও পর্যন্ত কোনও ভারতীয় চলতি টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics 2020) থেকে পদক পাননি। ফলে ভারতের ঝুলিতে এখনও পর্যন্ত একটিই রুপো।
লাভলিনা বরগোহাঁইয়ের পর আজ আরও এক ভারতীয় বক্সার পৌঁছে গিয়েছেন টোকিয়ো অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে। ৭৫ কেজি বিভাগে জিতেছেন পূজা রানি। কোয়ার্টার ফাইনালে জিতলেই পদক নিশ্চিত এই দুই ভারতীয় বক্সারের।
আগামীকাল কী একটাও পদক আসবে? দেখে নিন কারা ভারতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আগামীকাল।
গল্ফ (পুরুষ)
- সকাল ৪ টে: রাউন্ড ১- অনির্বাণ লাহিড়ী, উদয়ণ মানে
রোয়িং (পুরুষ)
- সকাল ৫:২০- লাইটওয়েট ডবল স্কালস ফাইনাল বি
শুটিং (২৫ মিটার পিস্তল মহিলা)
- সকাল ৫:৩০- মানু ভাকের/ রাহি স্বর্ণবৎ
হকি (পুরুষ দল)
- সকাল ৬ টা- ভারত/ আর্জেন্টিনা
ব্যাডমিন্টন
- সকাল ৬:১৫- পি ভি সিন্ধু/ মিয়া ব্লিচফেল্ড
আর্চারি (পুরুষ একক)
- সকাল ৭:৩০- অতনু দাস
সেইলিং
- সকাল ৮:৩৫- লেসার মেন- রেস ৭ এবং ৮, ৪৯ মেন- রেস ৫, ৬, লেসার রেডিয়াল ওমেন রেস ৭, ৮
বক্সিং
- সকাল ৮:৪৫- সতীশ কুমার/ রিকার্ডো ব্রাউন (প্রিকোয়ার্টার, +৯১ কেজি)
- দুপুর ৩:৩৫- মেরি কম/ ইংগ্রিট ভ্যালেন্সিয়া (দ্বিতীয় রাউন্ড)
সাঁতার
- বিকেল ৪:১৫- সুজন প্রকাশ (পুরুষ, ১০০ মিটার, বাটারফ্লাই হিট ২)