দ্রুত উপনির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল
রাজ্যে বকেয়া উপনির্বাচন করতে কয়েকটি ধাপ এগিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক। কিন্তু নির্বাচন কমিশন এ নিয়ে সজাগ হচ্ছে না। উপনির্বাচনের দাবিতে এমনটাই বললেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এমনকি নাম না করে এ নিয়ে বিজেপি-কেও আক্রমণ করেন তিনি।
রাজ্যের সাতটি কেন্দ্রে দ্রুত নির্বাচন করার দাবিতে শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। ওই দলে পার্থ ছাড়াও ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা এবং জাভেদ খান। পার্থ বলেন, “কোভিড বিধি মেনে আমরা সাতটি কেন্দ্রের উপনির্বাচন করার দাবি জানিয়েছি। কমিশনের আধিকারিকের তরফে জানা গিয়েছে, নির্বাচনকে সামনে রেখে তাঁরাও এ নিয়ে কয়েক ধাপ এগিয়েছেন। কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন সজাগ হচ্ছে না।”
এর পরই নাম না করে বিজেপি-কেও আক্রমণ করে পার্থ বলেন, “যাঁরা মুখে গণতন্ত্র রক্ষার কথা বলছেন, তাঁরাই গণতন্ত্রের অন্যতম অঙ্গ হিসেবে নির্বাচন নিয়ে ঢিলেমি করছেন।”