বঙ্গ বিজেপি সভাপতির পদ খোয়াবেন দিলীপ, উত্তরসূরি নিয়ে জল্পনা
দিলীপ ঘোষের (Dilip Ghosh) পর এবার বঙ্গ বিজেপির রাশ কার হাতে থাকবে ? এ নিয়ে জোর জল্পনা রাজ্য রাজনীতিতে। রাজ্য বিজেপির সভাপতি পদে দিলীপ ঘোষের মেয়াদ শেষ হচ্ছে। দলীয় নিয়ম মেনেই রাজ্য সভাপতির পদ থেকে সরতে হবে দিলীপকে। দিলীপের বদলে এবার বাংলায় BJP-র প্রধান কে হবেন? এ নিয়ে জোর চর্চা পদ্মশিবিরের অন্দরে।
সূত্রের খবর, রাজ্য বিজেপির নতুন সভাপতি কে হবেন, এ নিয়ে দিলীপ ঘোষের কাছে নাম প্রস্তাব করতে বলেছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জে পি নাড্ডা। জানা যাচ্ছে, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের নাম প্রস্তাব করেছেন দিলীপ। সুকান্ত মজুমদারের সঙ্গে দিলীপের সুসম্পর্কের কথা সর্বজনবিদিত। তবে, সুকান্ত তেমন কোনও পরিচিত মুখ নন। সুকান্ত রাজ্য সভাপতি হলে কারও আপত্তি থাকবে না, এ কথা নাড্ডাকে দিলীপ বলেছেন বলে খবর।
উল্লেখ্য, দিলীপ ঘোষের নেতৃত্বে বাংলায় বিজেপির উত্থান ঘটেছে। উনিশের লোকসভা নির্বাচনে বাংলায় ১৮টি আসনে পদ্মফুল ফোটার ক্ষেত্রে দিলীপের ভূমিকা উল্লেখযোগ্য বলে মনে করে পর্যবেক্ষক মহলের একাংশের। এমনকী, একুশের নির্বাচনে রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে বিজেপির উত্থানের নেপথ্যে দিলীপের অবদান রয়েছে বলে মনে করে রাজনৈতিক মহলের একাংশ। এর আগে মেয়াদ বাড়িয়ে রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষের মেয়াদ বাড়ানো হয়েছিল।
অন্যদিকে, সূত্র মারফৎ আরও জানা যাচ্ছে, রাজ্যের সংগঠনের দায়িত্ব দলের মহিলা নেত্রীদের হাতে দেওয়ার পরিকল্পনা করছে দিল্লির নেতৃত্ব। দেবশ্রী চৌধুরী ও লকেট চট্টোপাধ্যায়ের নাম নিয়ে চর্চা চলছে। সম্প্রতি, মোদী মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন দেবশ্রী। সেক্ষেত্রে দলীয় স্তরে পদ পেতে পারেন রায়গঞ্জের সাংসদ।
এদিকে, সম্প্রতি দিলীপ ঘোষের বিরুদ্ধে রাজ্য বিজেপিতে ক্ষোভের ছবিও সামনে এসেছে। দলের বৈঠকে যোগ দিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে দিলীপ ঘোষকে। এমনকী, দিলীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সাংসদ সৌমিত্র খাঁ। এই প্রেক্ষাপটে দিলীপের বিকল্প হিসেবে রাজ্য সভাপতি হিসেবে নতুন মুখকে বাছাই করা গেরুয়াশিবিরের কাছে চ্যালেঞ্জিং বলে ব্যাখ্যা রাজনৈতিক মহলের একাংশের।