দেশ বিভাগে ফিরে যান

ত্রিপুরায় সংগঠন সাজাতে সময়সীমা বেঁধে দিলেন অভিষেক

August 11, 2021 | < 1 min read

ত্রিপুরায় (Tripura) সংগঠনকে জোরদারভাবে তৈরির জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হল। এদিকে দিন তিনেক আগেই ত্রিপুরায় তৃণমূলের (TMC) উপর হামলার অভিযোগ উঠেছিল বিজেপির (BJP) বিরুদ্ধে। এবার সেই ত্রিপুরায় সংগঠন জোরদারে মন দিল তৃণমূল। দল সূত্রে খবর, খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এই ডেডলাইন বেঁধে দিয়েছেন। গত সপ্তাহে তিনি অন্তত দুবার ত্রিপুরা ঘুরে গিয়েছেন। পাশাপাশি ইতিমধ্যেই ত্রিপুরায় তৃণমূলের সম্ভাবনা সম্পর্কে জানতে আই প্যাকও তথ্য সংগ্রহ শুরু করেছে। 

এদিকে ২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। ত্রিপুরা থেকে বিজেপিকে উৎখাত করতে খোদ অভিষেকই দায়িত্ব তুলে নিয়েছেন। ত্রিপুরার এক তৃণমূল নেতার কথায়, ‘বর্তমানে ত্রিপুরায় দলের কোনও সাংগঠনিক কমিটি নেই। শীর্ষস্তর থেকে বুথ স্তর পর্যন্ত কমিটি তৈরির জন্য ৩১ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। যদি এই টার্গেট পূরণ করা যায় তবে বিজেপিকে চ্যালেঞ্জ ছোঁড়ার জন্য অনেকটা সময় পাওয়া যাবে।’ 

এদিকে টার্গেট পূরণের জন্য ইতিমধ্যেই বাংলা থেকে ৬জন তৃণমূল নেতার ত্রিপুরা সফরের রোস্টার তৈরি করা হয়েছে। তার মধ্যে ব্রাত্য বসু, মলয় ঘটক, কাকলি ঘোষ দস্তিদার, কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সমীর চক্রবর্তীর নাম রয়েছেন। তিনদিন করে তাঁরা থাকবেন ত্রিপুরায়। একজন না আসা পর্যন্ত অপরজন ত্রিপুরা ছেড়ে যাবেন না। কুণাল ঘোষ জানিয়েছেন, ‘ত্রিপুরার মানুষ পরিবর্তন চাইছেন। আমরা তাঁদের পালস অনুভব করেছি।’ তবে বিজেপির দাবি, ‘তৃণমূল জিতবে না এটা জানে। কিন্তু জাতীয় দলের তকমা পাওয়ার জন্য ৬ শতাংশ ভোট চাইছে।’ 

TwitterFacebookWhatsAppEmailShare

#tripura, #abhishek banerjee, #tmc

আরো দেখুন