দেশ বিভাগে ফিরে যান

মোদী সরকারের নির্দেশে ‘বন্ধ’ রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট

August 11, 2021 | < 1 min read

দিল্লিতে ন’বছরের শিশুকন্যা ধর্ষণ ও খুনের ঘটনায় পরিবারের পাশে দাঁড়াতে আগেই তাঁদের বাড়ি গিয়েছিলেন রাহুল গান্ধী। তারপর নির্যাতিতা ওই তরুণীর বাবা ও মায়ের ছবি প্রকাশ্যে এনেছিলেন তিনি। কিন্তু পরিচয় প্রকাশ করার জন্যই তাঁর টুইটটি মুছে ফেলা হয়। শনিবার কংগ্রেসের তরফে অভিযোগ, লক করে দেওয়া হয়েছে রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্টও।

সূত্রের খবর, রাহুল গান্ধীকে টুইটারের তরফে জানানো হয়েছে যে কেন্দ্রীয় সরকারের নির্দেশে ‘বন্ধ’ করে দেওয়া হয়েছে তাঁর টুইটার অ্যাকাউন্ট। এর আগে টুইটার কর্তৃপক্ষ দাবি করেছিল, কোনও টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড বা লক করা হলে তা আর দেখাই যায় না। কেউ দেখতে পায় না। কিন্তু রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট অদৃশ্য হয়নি। তাতে সাময়িকভাবে টুইট করা যাবে না বলে জানানো হয়েছে। টুইটারের নিয়ম মেনেই এই পদক্ষেপ করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

কংগ্রেস নেতার টুইটার অ্যাকাউন্ট চোখে দেখা যাচ্ছে। তবে তাতে নতুন করে কোনও পোস্ট নেই। শেষ টুইট ৯ই আগস্টের। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার ওই সামাজিক মাধ্যম সংস্থাকে চ্যালেঞ্জ জানিয়ে টুইট করেছে কংগ্রেস। সেই টুইটে কংগ্রেস জানিয়েছে, ‘টুইটার আমাদের অ্যাকাউন্ট লক করেছে। আমরা আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি, কোনও কিছুই আমাদেরকে ন্যায় বিচারের জন্য লড়াই করা ও সত্য প্রকাশ করতে বাধা দেবে না। বিরোধী দল পোস্টের সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে জানিয়েছে, আমিও রাহুল।’ সঙ্গে টুইটারের উদ্দেশে বলা হয়েছে, ‘ভয় পাবে না’।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rahul Gandhi, #twitter, #modi govt

আরো দেখুন