দেশ বিভাগে ফিরে যান

আলোচনা ছাড়াই গায়ের জোরে রাজ্যসভায় পাশ বিমা বিল

August 11, 2021 | < 1 min read

বিরোধীদের আপত্তি এড়িয়ে, আলোচনা ছাড়াই গায়ের জোরে সংসদে গুরুত্বপূর্ণ বিল পাশ করাচ্ছে সরকার। আজ ও তার অন্যথা হল না। মাত্র ১০ মিনিটের মধ্যে রাজ্যসভায় (Rajya Sabha) পাশ করানো হল বিমা বিল (insurance bill)।

ইতিমধ্যেই জনগণের স্বার্থ ও দাবি সম্পূর্ণ উপেক্ষা করে কয়েক মিনিটের মধ্যে সংসদে পাশ হয়ে গিয়েছে প্রায় ২৫টি বিল । বিরোধীদের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই রীতিমতো ক্ষমতার জোরে সংসদে একটার পর একটা বিল পাশ হয়েছে।

বিরোধীদের অভিযোগ, এক একটি বিল পাশ করতে ৭ মিনিটেরও কম সময় নেওয়া হয়েছে। ইনশিওরেন্স বিলের ক্ষেত্রে বিরোধীদের দাবি ছিল, এইরকম একটি গুরুত্বপূর্ণ বিলকে পাশ করানোর আগে সিলেক্ট কমিটিতে পুনর্বিবেচনার জন্য পাঠানো হোক।

তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, বাম দল, ডিএমকে সহ অন্যান্যরাও বিলটিকে এর সংসদের স্থায়ী কমিটিতে পাঠানোর দাবি করেছিল। কিন্তু সরকার এই বিষয়ে নিজেদের অবস্থান থেকে নড়েনি। স্বৈরাচারী কায়দায় আলোচনা এড়িয়ে সংখ্যাগরিষ্ঠতার জোরে পরপর বিল পাশ করিয়ে নিচ্ছে মোদী সরকার।

রাজ্যসভায় যে কূনাট্য রচিত হল তার প্রতিবাদে টুইটারে সরব হন ডেরেক ও’ব্রায়েন। তাঁর অভিযোগ সাংসদদের বিক্ষোভ করা থেকে বিরত করতে অধিক সংখ্যায় মার্শাল মোতায়েন করা হয়েছে। এমনকি পুরুষ সাংসদদের রুখতে মহিলা মার্শাল এবিং মহিলাদের রুখতে পুরুয়াহ মার্শাল মোতায়েন করা হয়েছে কক্ষে।

রাজ্যসভায় বিরোধীদের কণ্ঠরোধের প্রতিবাদে ওয়াকআউট করে সমস্ত বিরোধী দল। সংসদ চত্ত্বরে বিক্ষোভ দেখায় তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rajya Sabha, #Insurance bill

আরো দেখুন