কলকাতা বিভাগে ফিরে যান

জন্মদিনে মমতার শুভেচ্ছা বার্তা পেয়ে উচ্ছসিত শ্রাবন্তী, রাজনীতির সমীকরণ বদলের পূর্বাভাস?

August 16, 2021 | < 1 min read

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্মদিনে বিশেষ শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় সেই চিঠি শেয়ার করে শ্রাবন্তী লিখলেন, ‘ধন্যবাদ দিদি, জন্মদিনের সেরা উপহারটা পেলাম। এই সম্মানে ভীষণ খুশি।’ অভিনেত্রীর জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য বঙ্গ রাজনীতিতে।

টলিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী একুশের নির্বাচনের ঠিক আগেই যোগ দেন বিজেপি শিবিরে। বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গেরুয়া শিবিরের তাস ছিলেন শ্রাবন্তীই। যদিও অভিনেত্রীর জনপ্রিয়তা নির্বাচনী ময়দানে কাজে আসেনি বিজেপির। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)।

১৩ তারিখ ছিল শ্রাবন্তীর জন্মদিন। বিশেষ দিনে তাঁর পর্ণশ্রীর বাড়িতে পৌঁছায় মুখ্যমন্ত্রীর বার্তা। জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি পেয়ে উচ্ছ্বসিত শ্রাবন্তী। কিন্তু বিরোধী দলের সদস্যাকে তৃণমূল সুপ্রিমোর বার্তায় রাজনীতির সমীকরণ পরিবর্তনের অঙ্ক মেলাতে চাইছে নেটপাড়া। যদিও বিশেষজ্ঞদের দাবি, নিছক সৌজন্যবোধেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম নয়, টলিউড শিল্পী সহ বাংলার বিখ্যাক ব্যক্তিত্বদের জন্মদিনে চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। সেই মতোই শ্রাবন্তীকেও জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলে দাবি ঘনিষ্ঠ মহলের। তবু চায়ের কাপে তুফান তুলছে জোর জল্পনা।

উল্লেখ্য, বিরোধী শিবিরে যোগ দিলেও জোড়াফুল শিবিরের বেশ কয়েকজনের সঙ্গেই ব্য়ক্তিগত জীবনে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে শ্রাবন্তীর। সহকর্মী তৃণমূল সাংসদ নুসরত ছাড়াও মদন মিত্র সহ তৃণমূলের নেতা-নেত্রীদের সঙ্গে অভিনেত্রীর সুসম্পর্কের প্রমাণ মেলে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। প্রসঙ্গত, একুশের ভোটের গরমাগরমির মাঝেই মদন মিত্রের সঙ্গে দোলের বোট পার্টিতে শ্রাবন্তীর উপস্থিতি সেবারও ভালোই শোরগোল ফেলেছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Srabanti Chatterjee

আরো দেখুন