দেশ বিভাগে ফিরে যান

আফগান পরিস্থিতি নিয়ে স্পষ্ট কোনও দিশা দেখাতে পারলেন না ভারতের বিদেশমন্ত্রী

August 20, 2021 | < 1 min read

বিদেশনীতি, বা এই মুহূর্তে আরও স্পষ্টভাবে বলতে গেলে আফগান নীতি নিয়ে স্পষ্ট কোনও অবস্থান প্রকাশ করতে পারছে না ভারত সরকার। স্বয়ং বিদেশমন্ত্রীও এই ছেঁড়া কাঁথার বাইরে নন। ফারাক একটাই, সরাসরি প্রশ্নও তিনি বুদ্ধিমত্তার সঙ্গে এড়িয়ে যেতে পারেন। বৃহস্পতিবারই যেমন নিউ ইয়র্কে বিদেশমন্ত্রী জয়শঙ্করকে প্রশ্ন করা হয়েছিল, আফগানিস্তানে তালিবানি শাসন নিয়ে তাঁর সরকারের অবস্থান কী? বিষয়টিকে সযত্নে পাশ কাটিয়ে তিনি উত্তর দেন, ‘আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনাই এখন সরকারের প্রথম কাজ। তবে আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতির উপর নয়াদিল্লি সতর্ক নজর রাখছে।’ তাহলে তালিবানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক কেমন হবে? এখানেও ধোঁয়াশা বজায় রেখেছেন জয়শঙ্কর। তাঁর জবাব, ‘এখনও বলার সময় আসেনি’।

রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী। সেখানেই আলোচ্য মূল বিষয়বস্তু হয়ে দাঁড়ায় তালিবান। বিদেশমন্ত্রীকে সংবাদমাধ্য প্রশ্ন করে, তালিবানের তরফে ভারতের কাছে কি কোনও বার্তা এসেছে? এক্ষেত্রেও অবশ্য সরাসরি কোনও উত্তর দেননি জয়শঙ্কর। শুধু বলেছেন, ‘তালিবান নেতৃত্ব এখন কাবুলে জমায়েত করেছে। তারা কোন পথে হাঁটছে, সেদিকে নজর রাখাই এখন আমাদের কাজ।’


আফগানিস্তান ইস্যুতে বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন কৌশলে এড়িয়ে গেলেও নিরাপত্তা পরিষদের মঞ্চে সন্ত্রাস নিয়ে সরব হলেন জয়শঙ্কর। কাবুল তালিবানের দখলে আসার পর থেকে এই প্রথম। বিদেশমন্ত্রী বলেন, লস্কর-ই-তোইবা ও জয়েশ-ই-মহম্মদের মতো জঙ্গিগোষ্ঠীগুলি এখনও বিনা বাধায় কাজ করে চলেছে। তারা আফগানিস্তানের মাটি ব্যবহার করছে। জারি রয়েছে ভারত বিরোধী কাজও। হাক্কানি নেটওয়ার্কের বাড়বাড়ন্ত প্রমাণ করছে, উদ্বেগের কারণগুলি যুক্তিযুক্ত। আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের স্বাভাবিক কারণ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Afghanistan, #Dr SJaishankar

আরো দেখুন