রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৮৫, মোট সংক্রমিত ৯৪০

রাজ্যে (West Bengal) নতুন করে করোনা ভাইরাস (Coronavirus) আক্রান্ত ৮৫ জন, ফলে এ রাজ্যে এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসের কবলে ৯৪০ জন, মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানাল রাজ্য সরকার। নবান্নের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত এ রাজ্যে মোট ১৩৪৪ জন শারিরীক অসুস্থ ছিলেন, তাঁদের মধ্যে ৪৬ জনকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে গত ২৪ ঘণ্টায়। এই নিয়ে এখনও পর্যন্ত মোট ২৬৪ জনকে বিভিন্ন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে রাজ্য সরকার। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজ্য, ফলে এ রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৬৮।

May 5, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্যে (West Bengal) নতুন করে করোনা ভাইরাস (Coronavirus) আক্রান্ত ৮৫ জন, ফলে এ রাজ্যে এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসের কবলে ৯৪০ জন, মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানাল রাজ্য সরকার।  নবান্নের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত এ রাজ্যে মোট ১৩৪৪ জন শারিরীক অসুস্থ ছিলেন, তাঁদের মধ্যে ৪৬ জনকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে গত ২৪ ঘণ্টায়। এই নিয়ে এখনও পর্যন্ত মোট ২৬৪ জনকে বিভিন্ন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে রাজ্য সরকার। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজ্য, ফলে এ রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৬৮।

রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৮৫, মোট সংক্রমিত ৯৪০

রাজ্য সরকার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৪৫৫ জনের শারিরীক পরীক্ষা করা হয়েছে, মোট ২৭৫৭১ জনের শারিরীক পরীক্ষা করা হয়েছে।

এবারের করোনা পরিসংখ্যানে অজানা সংক্রমণে মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়নি। এ রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৩৩ জন বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সে সম্পর্কে জিজ্ঞেস করা হলে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার হাতে রাজ্য ও কেন্দ্র, দুই পরিসংখ্যান নেই। তবে আমরা সত্যিটা জানানোর পুরোপুরি চেষ্টা করছি। মুখ্যসচিব গতকাল জানিয়েছেন, রাজ্যের সমস্ত পরিসংখ্যান বৈজ্ঞানিকভাবে তৈরি করা হয়েছে”।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen