দিলীপের ‘ভিক্ষারি’ মন্তব্যকে উপেক্ষা করেই লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন বিজেপি কর্মীর স্ত্রীর
‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে দিলীপ ঘোষের (Dilip Ghosh) ‘ভিখারি’ মন্তব্যের একদিনের মধ্যেই সরকারি প্রকল্পের ফর্ম ফিলাপ করলেন বিজেপি (Bjp) কর্মীর স্ত্রী। কোন্নগর উচ্চ বিদ্যালয়ে দুয়ারে সরকারের শিবিরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র পূরণ করলেন কোন্নগরের বিজেপি কর্মী সিদ্ধার্থ বসু সর্বাধিকারীর (Sidhartha Basu Sarbadhijari) স্ত্রী শেলি বসু সর্বাধিকারী। মঙ্গলবারই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য করেন, “মহিলারা ভিখারির মতো ৫০০ টাকার জন্য দুয়ারে সরকারের লাইনে দাঁড়াচ্ছে”। কিন্তু বৃহস্পতিবার কোন্নগরে দুয়ারে সরকারের লাইনে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিলাপ করেন বিজেপি কর্মীর স্ত্রী।
স্থানীয় তৃণমূল (Tmc) নেতৃত্ব জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলমত নির্বিশেষে সকলের জন্যই কাজ করেন। কিন্তু বিজেপির কাজ সব কিছুতে বিরোধিতা করা। এর আগেও রাজ্যে স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ। অথচ দেখা গিয়েছিল তাঁর পরিবারের লোকেরাই স্বাস্থ্য সাথী কার্ডের জন্য লাইন দিয়েছিলেন। লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র জমা দিতে দেখা গেল বিজেপি কর্মীর স্ত্রীকে।