← বিবিধ বিভাগে ফিরে যান
বুদ্ধ পূর্ণিমার রাতে নিয়ম মেনে এই কাজটি করুন, ভাগ্যের কালো দোষ কেটে যাবে
• ৫০২ বছর বাদে বুদ্ধ পূর্ণিমার দিন ফের রাজযোগ আসতে চলেছে ৷ আর সেইদিন অত্যন্ত শুভ ৷ জ্যোতিষীরা জানাচ্ছেন নিষ্ঠাভরে এ দিনটিতে সন্ধ্যাবেলায় কিছু কাজ করলে সমস্ত অকল্যাণের যোগ কেটে যায় ৷
বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজো করুন ৷ এতে সংসারে সমৃদ্ধি আসবে ৷
• এরই পাশাপাশি এই দিনটিতে সংযম বজায় রাখুন ৷ ভুলেও আমিষ খাবার খাবেন না ৷
• সন্ধেবেলায় চন্দ্রোদয়ের পর মাটি বা আটা দিয়ে একটি চতুর্মুখী প্রদীপ তৈরি করুন ৷
• এরপর সেই প্রদীপে ঘি ঢেলে সলতে প্রজ্জ্বলন করুন ভগবান বিষ্ণুর ছবি কিংবা মূ্তির সামনে ৷
• আর এ সময় ‘ওম নারায়ণায় নমঃ’এই মন্ত্রটি জপ করুন ৷