পেট্রোপণ্য, ভোজ্য তেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপিকে আক্রমণ মমতার
বিজেপির সরকার সদ্যারণ মানুষের জীবনকে ব্যতিব্যস্ত করতে সব পন্থায় নিচ্ছে, বলেন মমতা।
September 1, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

বিজেপি সরকারের নীতি জনবিরোধী, তারা, উদাসীন, আজ ঠিক এই ভাষাতেই কেন্দ্রে সরকারকে আক্রমন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আজ সন্ধেবেলা একটি ফেসবুক পোস্টে তিনি লেখেন, রোজ রোজ পেট্রোপণ্য, ভোজ্য তেল এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি হচ্ছে এই অতিমারীর সময়েও এবং তা জনগণের জীবন প্রভাবিত করছে। বিজেপির সরকার সদ্যারণ মানুষের জীবনকে ব্যতিব্যস্ত করতে সব পন্থায় নিচ্ছে, বলেন মমতা।
মমতা বলেন, বিজেপির সরকার সাধারণ মানুষকে শুধু শোষণ করতেই জানে। তাদের যে কাজ একাবেরী বরদাস্ত করা যাবে না এবং এটি ক্ষমার অযোগ্য। মানুষের অসুবিধা যাতে না হয় তা নিয়ে ব্যবস্থায় নিতে আজ প্রধানমন্ত্রীকে আবদেন জানান মমতা।