রাজ্য বিভাগে ফিরে যান

ভবানীপুরে প্রার্থী দেবে না কংগ্রেস, হাইকমান্ডের সিদ্ধান্ত জানিয়ে দিলেন অধীর

September 7, 2021 | 2 min read

দীর্ঘ দিনের জল্পনার অবশেষে অবসান। ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস। এদিন সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি জানালেন, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি জানিয়ে দিয়েছে ভবানীপুরে প্রার্থী দেওয়া হবে না। যদিও এর আগেই অধীর চৌধুরী বলেছিলেন ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী দিতে তিনি চান না। তখনই জল্পনা ছড়িয়েছিল আদৌ এই আসনে প্রার্থী কংগ্রেস দেবে কিনা। 
 
অধীর চৌধুরী বলেছিলেন,  নির্বাচন কমিশন একটি সাংবিধানিক স্বতন্ত্র প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন ভোট পরিচালনা করেন। নির্বাচন করার আগে সরকারের সঙ্গে আলোচনা করে সমস্ত বিষয় স্থির করা হয়। নির্বাচন কমিশনের মনে হয়েছে ভোট করানো যেতে পারে, তিনটি আসনে নির্বাচনের দিন ঘোষণা করেছে। তিনটি আসনের মধ্যে ভবানীপুরে উপনির্বাচন এবং মুর্শিদাবাদের দুটি আসনে সাধারণ নির্বাচন হবে। তবে নির্বাচন কমিশন ভাল না মন্দ সে বিষয়ে আমি কোন মন্তব্য করব না। আমার সুবিধা হলে ভালো,আর না বলে খারাপ, এরকম রাজনীতি আমি করি না। ভবানীপুরে কংগ্রেস প্রার্থী দেওয়া প্রসঙ্গে বলেন, আমার একার সিদ্ধান্তে সবটাই হবে না। রাজ্য রাজ্য এবং কেন্দ্রের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। তবে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই ওই কেন্দ্রে প্রার্থী দেওয়ার নিয়ে সঙ্কোচ রয়েছে আমার। এই বিষয়টি এর আগেও আমি বলেছি। 

২০২১ বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে লড়েছিল কংগ্রেস। সেক্ষেত্রে এই আসনে বামেরা এবার প্রার্থী দেবে কিনা, সেই দিকেও রয়েছে নজর। ২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় পান ৭৩,৫০৫ ভোট। বিজেপির রুদ্রনীল ঘোষ পান ৪৪,৭৮৬টি ভোট। কংগ্রেসের মহঃ শাদাব খান পান ৫,২১১টি ভোট। এর পাশাপাশি একজন বিএসপি এবং ৫ জন নির্দল প্রার্থী ছিলেন। কিন্তু কারোর প্রাপ্ত ভোটই হাজারের গণ্ডি পার করেনি। কিন্তু ফল ঘোষণার কয়েকদিন পরেই পদত্যাগ করেন শোভনদেব চট্টোপাধ্যায়। ফলে এই আসনে চলতি মাসের ৩০ তারিখ নির্বাচনের দিন ঘোষণা করে কমিশন। ফল ঘোষণা ৩রা অক্টোবর। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Bhabanipur

আরো দেখুন