রাজ্য বিভাগে ফিরে যান

ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিক, পর্যটকদের ফেরাতে ১০টি ট্রেনের ব্যবস্থা রাজ্যের

May 9, 2020 | < 1 min read

লকডাউনের জেরে ভিন রাজ্যে আটকে পড়া বাংলার শ্রমিক, পর্যটকদের ফেরাতে ১০টি ট্রেনের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। কেরল, রাজস্থান থেকে ইতিমধ্যেই দুটি ট্রেন রাজ্যে এসে পৌঁছেছে। আরও ট্রেনের মাধ্যমে তেলাঙ্গানা, তামিল নাড়ু, পঞ্জাব, কর্ণাটক থেকে বাংলার মানুষকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে রাজ্য।

এছাড়াও, বৃন্দাবন, বেনারস, মথুরায় আটকে পড়া পর্যটকদেরও ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। আজ নবান্নে একটি সাংবাদিক বৈঠকে এমনটাই জানান রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, হায়দ্রাবাদ থেকে রওনা হওয়া একটি ট্রেন আগামীকাল মালদায় পৌঁছাবে। আলাপানবাবু জানান, রাজ্যের সীমানায় পৌঁছানোর পর সবরকম স্বাস্থ্যবিধি মেনেই তাদের ঘরে ফেরানো হবে।

তিনি বলেন, অনেক পরিযায়ী শ্রমিক পার্শ্ববর্তী রাজ্যগুলিতে পদব্রজেই বাংলার সীমান্তে পৌঁছে গেছেন। তাদের নিজ নিজ জেলায় পৌঁছে দিতে রাজ্য সরকার চিহ্নিত পয়েন্টগুলি থেকে ১০০০ এরও বেশি বাসের ব্যবস্থা করেছে। বাংলায় আটকে পড়া অতিথি শ্রমিকদেরও বাসে করে সীমান্তে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

পাশাপাশি, যারা ছোট গাড়ি বা বাসের ব্যবস্থা করে নিজেদের উদ্যোগে রাজ্যে ফিরতে (বা ভিন রাজ্যে ফেরত যেতে) চান, তাদের জন্য এন্ট্রি, এক্সিট অ্যাপ চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এখন অবধি ১৮,৮৪১টি ছোট গাড়ি ও ১১৭২টি বাসকে এক্সিট অনুমোদন দেওয়া হয়েছে। এন্ট্রির ক্ষেত্রে এই সংখ্যাগুলি হল ৫৪৭৫ (ছোট গাড়ি) এবং ৭০০ (বাস)।

বিদেশে আটকে পড়া প্রবাসী বাঙালিদের ঘরে ফেরাতে কেন্দ্রের সাথে সবরকম সহযোগিতা করবে রাজ্য। সবরকম স্বাস্থ্যবিধি পুংখানুপুংখভাবে মেনেই তাদের ঘরে ফেরানো হবে, জানান আলাপনবাবু।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Migrant Labourers

আরো দেখুন