← রাজ্য বিভাগে ফিরে যান
উপনির্বাচনও ১০০% কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে, বিজেপির দাবিতেই কমিশনের মান্যতা?
একশো শতাংশ কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে এবার উপনির্বাচনও। কমিশন সূত্রে আজ, মঙ্গলবার সেইরকমই খবর পাওয়া গিয়েছে।
ইতিমধ্যেই নির্বাচনী এলাকায় টহলদারি দিতে এসে গিয়েছে ১৫ কোম্পানি বাহিনী। মোট আসবে ৫২ কোম্পানি। তার মধ্যে জঙ্গিপুরে ১৮, সামশেরগঞ্জে ১৯ ও ভবানীপুরে ১৫ কোম্পানি বাহিনী।
কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, সামশেরগঞ্জে মোট ৩২৯টি বুথ রয়েছে। অন্যদিকে, জঙ্গিপুরে ৩৬৩টি এবং ভবানীপুরে রয়েছে ২৮৮টি বুথ। এই উপনির্বাচনে থাকছেন দু’জন পুলিস পর্যবেক্ষকও।
জানা গেছে, ভবানীপুরের জন্য থাকবে আলাদা পুলিস পর্যবেক্ষক। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন হিসেব পর্যবেক্ষক। আগামীকাল থেকে শুরু হবে রুটমার্চ।