প্রচারে গিয়ে ‘মমতা জিন্দাবাদ’ স্লোগান শুনলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা
রাজ্যে বেজেছে ভোটের বাদ্যি। উপনির্বাচন নিয়ে সরগরম ভবানীপুর (Bhabanipur) বিধানসভা কেন্দ্র। চলছে শাসক-বিরোধী জোর ভোটপ্রচার। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের ভোটপ্রচারের মাঝেই জোর শোরগোল। স্থানীয় বেশ কয়েকজন তাঁর সামনেই ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন। তার ফলে ক্ষুব্ধ ভবানীপুরের বিজেপি প্রার্থী।
বুধবার সকালে ভবানীপুরের যদুবাবুর বাজারে প্রচার শুরু করেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। দেবেন্দ্র ঘোষ রোডে প্রচার সারছিলেন তিনি। সেই সময় বেশ কয়েকজন তাঁকে দেখে ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন।
স্থানীয়দের মুখে এহেন স্লোগান শুনে কার্যত মেজাজ হারান প্রিয়াঙ্কা টিবরেওয়াল। “বাচ্চা মেয়ে হলে এত ভয় কেন”, আরও একবার সে প্রশ্ন করেন তিনি। যদিও এই ঘটনা নিয়ে শাসকদল তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া পায়নি।
উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। এই কেন্দ্রে তৃণমূলের (TMC) হয়ে লড়ছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর প্রতিপক্ষ হিসাবে বিজেপির হয়ে ভোটে লড়ছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সিপিএমের তরফে ভোটযুদ্ধে শামিল শ্রীজীব বিশ্বাস। জোরকদমে চলছে জনসংযোগ। আগামী ৩ অক্টোবর উপনির্বাচনের ফলপ্রকাশ।