উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

পরিযায়ী শ্রমিকদের পরিবারকে কাজ দেওয়া হল জলপাইগুড়িতে

May 10, 2020 | < 1 min read

লকডাউনে কাজ হারানো জেলায় ফেরা পরিযায়ী শ্রমিকদের পরিবারগুলিকে ১০০ দিনের প্রকল্পে কাজ দিচ্ছে প্রশাসন। অন্তত ৪০ শতাংশেরও বেশী কাজ দেওয়া হচ্ছে। ওই প্রকল্পে কাজ পেয়ে খুশী সকলে। 

গত ২০ এপ্রিল থেকে কাজ শুরু করে জলপাইগুড়ি জেলায় ইতিমধ্যে অন্তত ২২ হাজার মানুষকে কাজ দেওয়া হয়েছে। চলতি মাসে এই কাজ দেওয়ার লক্ষ্যমাত্রা ৬০ হাজার রাখা হয়েছে।

২০১৯-২০২০ আর্থিক বছরে জেলায় শ্রমিক বাজেট ছিল ১২৬ কোটি টাকা। এই আর্থিক বছরে লকডাউনের কারণে বাজেট ধরা হয়েছে ১০০ কোটি টাকা। মোট জব কার্ড ৪ লক্ষ ৩ হাজার ইস্যু করা হলেও সক্রিয়ভাবে জব কার্ড গ্রাহক যাঁরা কাজে নাম লিখিয়েছেন তাঁদের সংখ্যা ৩ লক্ষ ৫২ হাজার। 

পরিযায়ী শ্রমিকদের পরিবারকে কাজ দেওয়া হল জলপাইগুড়িতে

জেলার ৮০টি পঞ্চায়েতে কাজে নাম নথিভুক্ত আছে ৯ লক্ষ ৮৭ হাজার জনের। এতদিন জেলায় কাজ বন্ধ ছিল। কিন্তু সামাজিক দূরত্ব মেনে, মাস্ক পরে, সাবান দিয়ে হাত ধুয়ে কাজ করার অনুমতি মিলেছে সরকারিভাবে। 

বৃক্ষরোপণ, সেচনালা,পুকুর খনন করা জল ধরে রাখা, নার্সারির মতো কাজগুলি ১০০ দিনের প্রকল্পে করা হচ্ছে। ডুয়ার্সের মাল মহকুমা, বিন্নাগুড়ি, বানারহাট এলাকায় আসা পরিযায়ী শ্রমিকদের নামে জব কার্ড নেই। তাঁরা বাইরের রাজ্যে কাজ করেন। কিন্তু তাঁদের পরিবার অর্থকষ্টে ভুগছিলেন। ওই পরিযায়ী শ্রমিকদের বাড়ির মহিলারাই সবচেয়ে বেশী কাজ পাচ্ছেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

#job, #migrant workers, #jalpaiguri

আরো দেখুন