গায়ের জোরে কৃষি আইন পাশের বর্ষপূর্তি, ভিডিও পোস্ট করে স্মরণ করালেন ডেরেক
গায়ের জোরে কৃষি আইন পাশের পর এক বছর অতিক্রান্ত। টুইটারে সেই কালো দিনের ভিডিও পোস্ট করে সে কথা স্মরণ করালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ ব্রায়েন।
গত বছর ২০ সেপ্টেম্বর ভিডিওটি পোস্ট করেন তিনি। রাজ্যসভা অধিবেশন চলাকালীন ভিডিওটি রেকর্ড করেছিলেন। তখন রাজ্যসভায় কৃষি বিল পাশ করানোর চেষ্টা করছে বিজেপি। ডেরেক সেই ফাঁকে এসে জানান কীভাবে অগণতান্ত্রিক উপায়ে কৃষি বিল পাশ করানোর চেষ্টা করছে কেন্দ্র। ডেরেক ভিডিওটি রেকর্ড করেছিলেন ধ্বনি ভোটের মাধ্যমে রাজ্যসভায় বিল পাশ করানোর আগে। সাংসদ ভিডিওতে জানান বিরোধীরা বিলটি সংসদীয় সিলেক্ট কমিটিতে পর্যালোচনার জন্যে পাঠাতে চাইলেও বিজেপি নারাজ। তারা জোড় করে বিল পাশ করাতে চায়। এমনকি রাজ্যসভা টিভির সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয় সেদিন।
কেটে গেছে একটা বছর। গত বছরের জুন মাসে কৃষি বিপণনে তিনটি অর্ডিন্যান্স এনেছিল কেন্দ্রীয় সরকার। তখনই বিরোধীরা অভিযোগ তুলেছিল, রাজ্যের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং কৃষককে ঠেলে দেওয়া হচ্ছে সঙ্কটের মুখে। ৩টি অর্ডিন্যান্সকে আইনি রূপ দেওয়ার জন্য সংসদের অধিবেশনে তিনটি বিল পেশ এবং পাশ করানোও হয় একরকম জোড় করেই। দেশ জুড়ে কৃষি বিল নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সংসদে প্রায় ১১টি বিরোধীদল এই বিলের বিরোধিতা করে। কিন্তু মোদী সরকার সেই অধিবেশনেই বিল পাশ করাতে অনড় মনোভাব নেয়।
এই কৃষি আইনের প্রতিবাদে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানে পথে নামেন কৃষকেরা। কৃষক বিক্ষোভেরও প্রায় ১০ মাস অতিক্রান্ত। আজও প্রতিবাদরত কৃষকরা দিনের পর দিন রাস্তায় কাটাচ্ছেন। কিন্তু হেলদোল নেই সরকারের।