রাজারহাটে স্পোর্টস ক্যাফে খুলছে ইস্ট বেঙ্গল
আগামী দু’বছরের মধ্যে শহরের বিভিন্ন জায়গায় এই রকম স্পোর্টস ক্যাফে খোলা হবে।
September 25, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

শুক্রবার ইস্ট বেঙ্গল ক্লাবের তাঁবুতে শান্তিপূর্ণভাবেই আয়োজিত হল বার্ষিক সাধারণ সভা। ধ্বনি ভোটে গৃহীত হয় ২০২০-২১ আর্থিক বছরের বাজেট। উপস্থিত সদস্যদের মুখে ছিল মুখ্যমন্ত্রীর স্তুতি।
সভায় ঘোষণা করা হয়, শীঘ্রই রাজারহাটে স্পোর্টস ক্যাফে খুলছে ইস্ট বেঙ্গল। শুক্রবারের সভায় লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, ‘মার্চেন্ডাইজ রাইটস বিনিয়োগকারী সংস্থার কাছে থাকে। তাই স্মারক বিক্রি করে ক্লাবের তহবিলে কিছুই আসে না। যদিও ফুটবল টিম বাদে ক্রিকেট, হকি এবং অফিস সংক্রান্ত খরচ বাবদ বছরে ক্লাব চালাতে প্রয়োজন দেড় কোটি। তাই এই উদ্যোগ।’
আগামী দু’বছরের মধ্যে শহরের বিভিন্ন জায়গায় এই রকম স্পোর্টস ক্যাফে খোলা হবে।