আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

ভারত বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নির্দেশিকা জারি করতেই সুর নরম ব্রিটেনের

October 3, 2021 | < 1 min read

ব্রিটেনের যাত্রীদের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নির্দেশিকা জারি করেছে ভারত। ভারতের ‘পাটকেল’ খেয়ে ২৪ ঘণ্টার মধ্যেই সুর নরম করল ব্রিটেন। বরিস জনসন প্রশাসন জানিয়েছে, ভ্যাকসিন সার্টিফিকেট সংক্রান্ত সমস্যা সমাধান করতে ভারত সরকারের সঙ্গে কথাবার্তা চলছে। ব্রিটিশ হাই কমিশনের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ভারতে টিকাগ্রাহকদের সার্টিফিকেট অনুমোদন নিয়ে কিছু সমস্যা ছিল। তা মেটাতে ভারত সরকারের সঙ্গে কথাবার্তা চলছে।


গত মাসে ব্রিটেন সরকারের টিকা নীতি নিয়ে তুমুল অসন্তোষ তৈরি হয়েছিল বিভিন্ন মহলে। রাখঢাক না রেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল ভারতও। কারণ বরিস সরকার জানিয়েছিল, ব্রিটেনে যাঁরা অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন, তাঁদের   সার্টিফিকেট গ্রহণ করা হবে। কিন্তু, সেই একই সংস্থার ভারতীয় সংস্করণ কোভিশিল্ড নিলে তা মান্যতা পাবে না। একই সঙ্গে, আমেরিকা, অস্ট্রেলিয়ার সহ বেশ কিছু দেশ থেকে আগত যাত্রীদের বিনাবাধায় দেশে প্রবেশের অনুমতি দিয়েছিল ব্রিটেন। সেই তালিকায় জায়গা পায়নি ভারত। সেক্ষেত্রে  ভারতীয়রা সেদেশে পা রাখলেই বাধ্যতামূলক ১০ দিনের আইসোলেশনে থাকার নির্দেশিকা জারি হয়েছিল। এই নির্দেশকে বৈষম্যমূলক বলে ভারত সরকারও পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দেয়। শুক্রবার ব্রিটেনের যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ও তিনবার আরটিপিসিআর পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার থেকেই তা কার্যকর হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #britain, #Quarentine

আরো দেখুন