খেলা বিভাগে ফিরে যান

আইপিএলের নিলামে সর্বপ্রথম ধোনিকে ‘রিটেন’ করা হবে, জানিয়ে দিলেন সিএসকে কর্তারা

October 17, 2021 | < 1 min read

আগামী বছর আইপিএলে কি চেন্নাই সুপার কিংসে (সিএসকে) খেলবেন মহেন্দ্র সিং ধোনি? তা নিয়ে ধন্দে ছিল একটি মহল। যদিও সিএসকের এক কর্তাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়ে দিল, আগামী বছরও হলুদ জার্সি পরে খেলতে চলেছেন ধোনি। তাঁর জন্যই প্রথম রিটেনশন কার্ড ব্যবহার করা হবে।

ওই সিএসকে কর্তা এএনআইকে জানিয়েছেন, আইপিএলের নিলামে সর্বপ্রথম ধোনিকে ‘রিটেন’ করা হবে। অর্থাৎ ধোনিকে ধরে রাখবে চেন্নাই। তিনি বলেন, ‘রিটেনশন তো হবেই। কিন্তু কতজনকে রিটেন করা হবে, সে বিষয়ে আমরা এখনও জানি না। কিন্তু সত্যি বলতে এমএসের (ধোনি) এটা একেবারেই গৌণ বিষয়। কারণ প্রথম (রিটেনশন) কার্ড তাঁর জন্য ব্যবহার করা হবে। অধিনায়ককে প্রয়োজন আছে জাহাজের। বাকিটা নিশ্চিত যে আগামী বছর উনি ফিরে আসছেন।’

এমনিতে আগামী বছর আইপিএলে যে খেলতে চলেছেন, তা আগেই স্পষ্ট করে দিয়েছেন ধোনি। তিনি বলেন, ‘আমি আগেও বলেছি যে এটা বিসিসিআইয়ের (ভারতীয় ক্রিকেট বোর্ডের) উপর নির্ভর করছে। নয়া দুটি দল আসছে, আমাদের ঠিক করতে হবে যে সিএসকের জন্য কী ভালো হবে। প্রথম তিন বা চারের মধ্যে আমি থাকব কিনা, সেটা বিষয় নয়। বিষয়টা হল যে শক্তিশালী কোর দল ধরে রাখতে হবে, যাতে ফ্র্যাঞ্চাইজিকে ভুগতে না হয়। কোর দলের ক্ষেত্রে দেখতে যে আগামী ১০ বছর কারা অবদান রাখতে পারবেন, কারা খেলতে পারবেন।’

উল্লেখ্য, গত শুক্রবার আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মুখোমুখি হয়েছিল ধোনির চেন্নাই সুপার কিংস (সিএসকে)। ২৭ রানে নাইটদের হারিয়ে দেন ধোনিরা। তার ফলে চতুর্থবার আইপিএল ট্রফি যায় চেন্নাইয়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Chennai Superkings, #IPL, #mahendra singh dhoni

আরো দেখুন