বিনোদন বিভাগে ফিরে যান

ভারতের নানা প্রান্তের মোট ১৪টি ছবি অস্কারের দৌড়ের মুখে, বিচার চলছে কলকাতায়

October 20, 2021 | < 1 min read

ভারতের নানা প্রান্তের মোট ১৪ টি ছবির সামনে অস্কারের দৌড়ে শামিল হওয়ার সুযোগ এসেছে। তাদের মধ্যে যেকোনো একটিকে বেছে নেবেন বিচারকরা। অস্কার নমিনেশনের যাবে সেই একটি ছবিই। বিশ্বের সেরা ছবি গুলির সঙ্গে চলবে তার প্রতিযোগিতা। আর এই ১৪ ছবির বাছাই পর্ব চলছে কলকাতায়।

সোমবার থেকে বাছাই পর্ব শুরু হয়েছে। ১৪টি ছবির মধ্যে থেকে সেরার সেরা কে বেছে নেওয়া হবে। টাকাই পাঠানো হবে অস্কারের দৌড়ে সামিল হওয়ার জন্য। ১৫ জন বিচারক কলকাতায় ১৪ ছবির চুলচেরা বিশ্লেষণ করছেন। গোটা প্রক্রিয়াটি চলছে ভবানীপুরের বিজলী সিনেমা হলে।

অ্যাক্যাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স আয়োজিত ৯৪তম অ্যাক্যাডেমি আওয়ার্ড সেরেমনি অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৭ মার্চ। ভারতীয় ছবির এই বাছাইপর্বের বিচারকদের নেতৃত্বে আছেন পরিচালক সাজি এন করুন।

কোন ছবি রয়েছে বিচারকদের তালিকায়?

বলিউড থেকে রয়েছে দুটি হিন্দি ছবি, বিদ্যা বালান অভিনীত শেরনি, এবং ভিকি কৌশল অভিনীত সর্দার উধম। অস্কারদৌড়ের মুখে রয়েছে তামিল ছবির মান্ডেলা, গুজরাটি ছবি ছেলো শো, মালায়ালাম থ্রিলার নায়াত্তুর মতো ছবি। কোন ছবি কাকে টক্কর দিতে পারে সেটাই এখন দেখার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Indian Movies, #oscar entry

আরো দেখুন