বিএসএফের এলাকা বৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে বিএসএফের নজরদারির আওতায় থাকা এলাকার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে। আগে যেখানে বিএসএফ জওয়ানরা সীমান্তের ১৫ কিলোমিটারের মধ্যে টহলদারি, তল্লাশি, সন্দেহজনক পণ্য বাজেয়াপ্ত বা ধরপাকড় করতে পারত, নয়া বিজ্ঞপ্তিতে সেই পরিধি সীমান্ত থেকে ৫০ কিলোমিটার করা হয়েছে।
কেন্দ্রের এই সিদ্ধান্তেরই তীব্র প্রতিবাদ করে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর এক অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানেও তাঁর বক্তব্যে উঠে আসে বিএসএফের এলাকাবৃদ্ধি সংক্রান্ত বিষয়গুলি।কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রতি সম্মান জানিয়েও কেন্দ্রীয় সরকার পরিচালনকারী রাজনৈতিক দলের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। ১১ অক্টোবর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্র। প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে রাজ্যের এক্তিয়ারভুক্ত এলাকার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।
রাজ্যে ৩টি জোন, ১০টি রেঞ্জ, ২৯টি পুলিস জেলা, ৭টি পুলিস কমিশনারেট, ৬৩১টি থানা, ৪৯১টি আউটপোস্ট এবং অন্যান্য ইউনিট রয়েছে রাজ্য পুলিসে। নেপাল, বাংলাদেশ ও ভুটানের সঙ্গে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, বিএসএফের হাতে আগে ছিল ১৫ কিলোমিটার। এখন ৫০ কিলোমিটার পর্যন্ত ঘুরে বেড়াতে পারবে। এর মানেটা কী? রাজনৈতিক লোকেরা এই সিদ্ধান্ত নিয়েছেন। সব ক্ষমতা করায়ত্ত করতে চান তাঁরা। একটাই বিষয়, দখল কর আর দখল কর। নেপাল, বাংলাদেশের সঙ্গে তো আমাদের সুসম্পর্ক রয়েছে। তাই এসবের কোনও দরকার নেই।