স্কুল খোলা নিয়ে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত রাজ্যের চিকিৎসক মহলের
উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন নভেম্বরের ১৬ তারিখের পর খুলে দেওয়া হবে স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আর মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন রাজ্যের চিকিৎসক মহল।
তবে যেহেতু এখনও করোনা মহামারির হাত থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যায়নি, তাই কোভিড বিধি মেনে উপযুক্ত স্বাস্থ্য সুরক্ষা নিয়েই যাতে স্কুলে পঠন-পাঠন সেই বিষয়টিতে বিশেষ ভাবে নজর দেওয়ার জন্য প্রশাসনকে পরামর্শ দিয়েছেন বিশিষ্ট চিকিৎসকরা।
মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসকরা। বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কুণাল সরকার থেকে শুরু করে শুভ্রজ্যোতি ভৌমিক, অনির্বাণ দলুইরা মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। প্রত্যেকেই একই সুরে জানিয়েছেন, এটা একেবারেই সঠিক সিদ্ধান্ত। এভাবে মাসের পর মাস স্কুল বন্ধ থাকলে যেমন আগামী প্রজন্মের ক্ষতি হবে ঠিক একইভাবে দেশ এগিয়ে যেতে পারবে না।
শিক্ষাই জাতির মেরুদন্ড, তাই সুরক্ষা বিধি মেনে পঠন-পাঠন অবিলম্বে চালু হওয়াকে স্বাগত জানিয়েছেন চিকিৎসক মহল। এছাড়া দীর্ঘদিন বাড়িতে বসে থাকলে অল্প বয়সী পড়ুয়ারা মানসিক ভাবেও ভারাক্রান্ত হয়ে পড়বে। অবসাদগ্রস্ত হয়ে পড়বে। যেটা আগামী দিনে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। সমাজের যা ক্ষতিকর হতে পারে।