← রাজ্য বিভাগে ফিরে যান
ফুড অ্যাপের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন প্রসেনজিৎ
অনলাইনে অর্ডার দিয়ে খাবার পাননি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অভিযোগ জানিয়ে এক যোগে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে।
চিঠিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, গত ৩ নভেম্বর তিনি একটি ফুড ডেলিভারি অ্যাপে খাবার অর্ডার করেন। কিছুটা সময় পেরিয়ে গেলে তিনি দেখেন, মোবাইলে স্টেটাস দেওয়া রয়েছে ডেলিভারি হয়ে গেছে। কিন্তু তাঁর কাছে খাবার এসে পৌঁছয় না।
অভিনেতা পুরো বিষয়টা নিয়ে ওই সংস্থার সঙ্গে কথা বলেন। খাবারের টাকাও ফেরত পেয়ে যান তিনি। আর এই বিষয়েই সংস্থার ব্যাপারে অভিযোগ জানিয়ে তিনি চিঠি লেখেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে।
অভিনেতার অভিযোগ, যদি কেউ এই অ্যাপের উপর ভরসা করে রাতের খাবারের জন্য অপেক্ষা করে থাকে। কী হবে? বাড়িতে আসা অতিথি সারারাত কি না খেয়ে থাকবে? ইত্যাদি সমস্যাকে সামনে রেখেই চিঠি লিখেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।