নন্দীগ্রাম মামলা সরে বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে, চলতি সপ্তাহেই হতে পারে শুনানি

বুধবার নন্দীগ্রামের মামলা থেকে শুধু সরেই দাঁড়াননি বিচারপতি কৌশিক।

July 12, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিচারপতি কৌশিক চন্দের সরে দাঁড়ানোর পর বিচারপতি শম্পা সরকারের এজলাসে উঠল নন্দীগ্রাম মামলা। গত সপ্তাহে বুধবার ওই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বিচারপতি চন্দ। সেই সঙ্গে জানিয়েছিলেন, এই মামলা কোন বেঞ্চে যাবে, মাস্টার অব রোস্টার হিসেবে তা ঠিক করবেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল। তার পরই সোমবার আদালতের তরফে এই খবর জানানো হল। পাশাপাশি জানা গিয়েছে, চলতি সপ্তাহেই নতুন বেঞ্চে নন্দীগ্রাম (Nandigram) মামলায় শুনানির সম্ভাবনা রয়েছে।

বুধবার নন্দীগ্রামের মামলা থেকে শুধু সরেই দাঁড়াননি বিচারপতি কৌশিক। সেই সঙ্গে মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ৫ লক্ষ টাকা জরিমানাও করেছিলেন তিনি। বিচারব্যবস্থাকে কলুষিত করা হয়েছে বলেই এই জরিমানা, জানিয়েছিলেন তিনি। যা নিয়ে জলঘোলা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen