পাখির চোখ বাংলার প্রতিটি আসন! ২০২৬-র বিধানসভা ভোটে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে জোড়াফুল

তৃণমূল অনেক বেশি সংযত ও দায়িত্বশীল।

January 27, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
—— ফাইল চিত্র

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আসন্ন বিধানসভা নির্বাচনে সবকটি আসনেই জয় নিশ্চিত করাই লক্ষ্য বাংলার শাসক দলের। শাসক দলের বক্তব্য, কেউ কোনও আসনে হারার জন্য নামা নয়। সব আসনে জেতাই লক্ষ্য।

রাজ্যের ২৯৪টি আসনেই জোড়াফুল ফোটানোর লক্ষ্যে ঝাঁপাচ্ছে তৃণমূল।
তৃণমূল অনেক বেশি সংযত ও দায়িত্বশীল। রাজ্যের শাসক দল কোনও টার্গেট ফিক্সড করে ভোট যুদ্ধের ময়দানে নামছে না। সব আসনে জেতাই লক্ষ্য। সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হয়েছিল ২০২৬ সালের বিধানসভা ভোটে জয়ের টার্গেট কত আসন? তিনি উত্তর দেন, ২৯৪টি আসনে জয়ী হওয়া লক্ষ্য, কোনও আসনে হারার জন্য নামব না। অর্থাৎ ২৯৪টি আসনের মধ্যে কোনও আসনকে কম গুরুত্ব দিয়ে তৃণমূল দেখছে না। সব আসনের ক্ষেত্রে সমান গুরুত্ব। সব আসনে সম পরিমাণ লড়াই দিয়ে জয় নিশ্চিত করাই লক্ষ্য।

২৯৪টি আসনে যারা জিততে পারবেন এমন প্রার্থীকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিতে চান। স্বচ্ছ ভাবমূর্তি, মানুষের জন্য কাজ করতে পারবেন এমন মুখকে সামনে আনা হবে। মহিলা মুখের সংখ্যা বেশি থাকবে। প্রার্থী তালিকায় বর্ষীয়ান নেতা যেমন থাকবেন, তেমনই তরুণ প্রজন্মের মুখও থাকবে। সংঘবদ্ধ পরিবারের ছবি তুলে ভোট যুদ্ধে ঝাঁপাবে তৃণমূল। লক্ষ্য থাকবে সব আসনে জয়।

এবছর দলের নেতাদের উপর কড়া নজরদারি চালাবে তৃণমূল। বর্তমান বিধায়কের পারফরম্যান্স খতিয়ে দেখা হবে। এলাকায় যাঁরা পরিচিত মুখ, তাঁদের কাজ ও আচরণ মূল্যায়ন করবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সবদিক বিচার-বিশ্লেষণ করেই ২৯৪টি আসনের জন্য ২৯৪ জন সৈনিককে বেছে নেবে তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen