আজ শিয়ালদহ মেইন ও দক্ষিণ শাখায় বাতিল এক গুচ্ছ লোকাল ট্রেন

আজ, রবিবার ছুটির দিনে নাকাল হবেন রেলযাত্রীরা। আজ, শিয়ালদহ ডিভিশনে ১০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

July 20, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮.০০: আজ, রবিবার ছুটির দিনে নাকাল হবেন রেলযাত্রীরা। আজ, শিয়ালদহ ডিভিশনে ১০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেল সূত্রে খবর, রানাঘাট স্টেশনের ৪ নম্বর লাইনে সংস্কারের কাজ হবে। রবিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই কাজ চলবে। কাজ চলাকালীন ওই লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। ফলে কৃষ্ণনগর-রানাঘাট লাইনে ট্রেন পরিষেবা ব্যাহত হবে।

রানাঘাট-শান্তিপুর (আপ-ডাউন) ৩১৭৮৫, ৩১৭৮১, ৩১৭৮৩, ৩১৭৮৮, ৩১৭৮২, ৩১৭৮৬ এবং রানাঘাট-কৃষ্ণনগর (আপ-ডাউন) ৩১৭২৩, ৩১৭২৫, ৩১৭২২, ৩১৭২৬ বাতিল করা হয়েছে। বনগাঁ-শান্তিপুর (৩৩৭৫২) লোকাল আজ শান্তিপুরের বদলে রানাঘাটে যাত্রা শেষ করবে। শান্তিপুর-বনগাঁ (৩৩৭৫১) লোকাল আজ শান্তিপুরের পরিবর্তে রানাঘাট থেকে ছাড়বে।

দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আজ থেকে ২৭ জুলাই পর্যন্ত জরুরি কাজের জন্য ট্রেন চলাচল বিঘ্নিত হবে। রবিবার, সোমবার এবং ২৪ থেকে ২৭ জুলাই পর্যন্ত আসানসোল-আদ্রা মেমু স্পেশাল (আপ-ডাউন) ৬৮০৪৬ এবং ৬৮০৪৫ বাতিল থাকবে।

শিয়ালদহ ডিভিশনের দক্ষিণ শাখাতেও আজ বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। লক্ষ্মীকান্তপুর-নামখানা সেকশনের রেল ট্র্যাক দুর্বল হয়ে পড়েছে বলে মেরামতের কাজ হবে। বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ। রবিবার এই কাজের জন্য এক জোড়া লক্ষ্মীকান্তপুর-নামখানা লোকাল বাতিল করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen