ECI SIR: বিহারের মত বাংলাতেও শুরু হবে ভোটার তালিকা রদবদল

বাংলাতেও একই রকম নিয়ম কার্যকর হলে, লক্ষ লক্ষ ভোটারের উপর প্রভাব পড়তে পারে, বিশেষ করে যাঁদের কাগজপত্র নেই বা অসম্পূর্ণ।

July 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৪:২৫: বাংলায় (West Bengal) ভোটার তালিকার (electoral roll) বড় রকমের রদবদল শুরু হতে চলেছে এই মাস থেকেই। এমনই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক (Chief Electoral Officer of West Bengal), যিনি রাজ্যে ভারতের নির্বাচন কমিশনের (Election Commission of India – ECI) প্রতিনিধিত্ব করেন।

দ্য রিপোর্টার্স কালেকটিভের (The Reporters’ Collective) রিপোর্ট অনুযায়ী, বাংলার সরকারের দুই শীর্ষ আধিকারিক জানিয়েছেন – একটি ভার্চুয়াল বৈঠকে (virtual conference) মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন যে, রাজ্যে ‘Special Intensive Revision’ (SIR) খুব শীঘ্রই শুরু হতে পারে, এবং সম্ভবত আগামী এক-দু’সপ্তাহের মধ্যেই নির্দেশ আসবে। ওই দুই আধিকারিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। লিখিত নির্দেশ শীঘ্রই আসবে।”

এই স্পেশাল ইনটেনসিভ রিভিশন হলো এক বৃহৎ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া, যা প্রথম শুরু হয়েছে বিহারে (Bihar), ২৪শে জুন থেকে। সেখানে ভোটারদের পরিচয় পুরোপুরি নতুন করে যাচাই করা হচ্ছে – এবং প্রথমবার আলাদা আলাদা শ্রেণির ভোটারদের জন্য আলাদা স্তরের নথিপত্র যাচাইয়ের নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল – এই প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকত্ব (citizenship) যাচাই করা হচ্ছে, এবং ভোটাধিকার প্রমাণ করার জন্য যেসব নথি জমা দেওয়া যাবে, তার সংখ্যাও সীমিত করা হয়েছে।

বাংলাতেও একই রকম নিয়ম কার্যকর হলে, লক্ষ লক্ষ ভোটারের উপর প্রভাব পড়তে পারে, বিশেষ করে যাঁদের কাগজপত্র নেই বা অসম্পূর্ণ। নির্বাচন কমিশনের তরফে এই প্রক্রিয়ার জন্য মাত্র তিন মাসের সময়সীমা নির্ধারিত করা হয়েছে।

এই রিপোর্ট The Reporters’ Collective দ্বারা প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদন থেকে নেওয়া, যা বাংলার নির্বাচন প্রক্রিয়া নিয়ে নতুন করে ভাবনার জায়গা তৈরি করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen