ভোটের মুখে নিশীথ-গড়ে জোর ধাক্কা! উদয়ন গুহের হাত ধরে তৃণমূলে যোগ BJP-র কিষাণ মোর্চা নেতার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০০: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই কোচবিহারে বিজেপি (BJP) শিবিরে বড়সড় ভাঙন। তাও আবার খোদ প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) খাসতালুক দিনহাটায়। ভোটের কয়েক মাস আগে পদ্ম ছেড়ে ঘাসফুলে নাম লেখালেন বিজেপির প্রাক্তন কোচবিহার জেলা কিষাণ মোর্চার সহ-সভাপতি নিরঞ্জন বর্মন। বুধবার রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের (Udayan Guha) হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এই দলবদল নিশীথ-গড়ে গেরুয়া শিবিরের কাছে বড় ধাক্কা।
সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে দল গোছাতে মরিয়া সব পক্ষই। এরই মধ্যে বুধবার দিনহাটায় তৃণমূলের (TMC) তরফে একটি বিশেষ যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সেই সভাতেই বিজেপির দীর্ঘদিনের কর্মী তথা কিষাণ মোর্চার নেতা নিরঞ্জন বর্মন তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। এদিনের কর্মসূচিতে মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা ১ নম্বর (বি) ব্লক কমিটির সভাপতি অনন্ত বর্মন এবং স্থানীয় অন্যান্য নেতৃত্ব।
দলবদল করেই বিজেপির (BJP) বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি তৃণমূল নেত্রীর উন্নয়নের প্রশংসা শোনা গিয়েছে নিরঞ্জন বর্মনের গলায়। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে ঘরে বসেছিলাম। তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই আজ এই দলবদলের সিদ্ধান্ত নিলাম।”
তৃণমূল নেতৃত্বের দাবি, নিরঞ্জন বর্মনের মতো পুরনো ও অভিজ্ঞ নেতার যোগদানে ভোটের আগে এলাকায় দলের সংগঠন আরও মজবুত হবে। আজ থেকেই তিনি পুরোদমে দলের হয়ে কাজ করবেন বলে জানানো হয়েছে। অন্যদিকে, নিশীথ প্রামাণিকের গড় হিসেবে পরিচিত দিনহাটায় এই ভাঙন নিয়ে বিজেপির অন্দরে অস্বস্তি বাড়লেও, এখনও পর্যন্ত দলটির তরফে সংবাদমাধ্যমের কাছে পাল্টা কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।