‘গব্বর’-এর জীবনে শুরু নতুন ইনিংস, ফেব্রুয়ারিতে আইরিশ বান্ধবী সোফির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন শিখর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৫০: প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার শিখর ধাওয়ান ফের নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায়। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, খুব শিগগিরই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় মুখ ‘গব্বর’। দীর্ঘদিনের সঙ্গী, আইরিশ নাগরিক সোফি শাইনের সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন তিনি।
একাধিক সূত্রের দাবি, বেশ কিছুদিন ধরেই সম্পর্কে রয়েছেন ধাওয়ান ও সোফি। শুরুতে বিষয়টি একান্ত ব্যক্তিগত রাখলেও গত এক বছরে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাওয়ায় তাঁদের সম্পর্ক ধীরে ধীরে প্রকাশ্যে আসে। ২০২৫ সালে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচে একসঙ্গে উপস্থিত থাকার পর থেকেই প্রথম জল্পনার সূত্রপাত। যদিও সেই সময় দু’জনের কেউই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। পরে ২০২৫ সালের মে মাসে ইনস্টাগ্রামে একসঙ্গে ছবি পোস্ট করার পর তাঁদের সম্পর্ক আরও স্পষ্ট হয় ভক্তদের কাছে।
পেশাগতভাবে সোফি শাইন একজন প্রোডাক্ট কনসালট্যান্ট। আয়ারল্যান্ডের লিমেরিক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মার্কেটিং ও ম্যানেজমেন্টে পড়াশোনা করেছেন তিনি। বর্তমানে আবু ধাবিভিত্তিক আর্থিক সংস্থা নর্দার্ন ট্রাস্ট কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত। কর্পোরেট দুনিয়ার পাশাপাশি শিখর ধাওয়ান ফাউন্ডেশনের সঙ্গেও ঘনিষ্ঠভাবে যুক্ত সোফি। ধাওয়ানের ক্রীড়া উদ্যোগ ‘ডা ওয়ান স্পোর্টস’-এর সঙ্গে সম্পর্কিত এই সংস্থা মূলত ক্রীড়া উন্নয়ন ও সামাজিক পরিষেবামূলক কাজে যুক্ত।
আইপিএল ২০২৪ মরসুমে পঞ্জাব কিংসের হয়ে খেলাকালীন ধাওয়ানের পাশে প্রায়শই দেখা গিয়েছে সোফিকে, যা তাঁদের সম্পর্ককে আরও আলোচনায় নিয়ে আসে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে দিল্লি-এনসিআর অঞ্চলে বিয়ের অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই এই অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, ২০১২ সালে আয়েশা মুখার্জির সঙ্গে প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ধাওয়ান। তাঁদের এক পুত্র সন্তান জোরাভর রয়েছে। দাম্পত্য কলহের জেরে ২০২৩ সালের অক্টোবরে বিচ্ছেদ হয় দু’জনের। এবার নতুন সম্পর্ক ও নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন প্রাক্তন তারকা ক্রিকেটার।