রবিবার দুপুরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
November 9, 2025
|
< 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫.০০: আজ, রবিবার দুপুরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর (Andaman and Nicobar) দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের মতে, কম্পনের মাত্রা ছিল ৬.০৭। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
জার্মান সংস্থার মতে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। অন্যদিকে, ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ৯০ কিমি গভীরে। উল্লেখ্য, গত সপ্তাহেও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প হয়েছিল। কম্পনের মাত্রা ছিল ৪.১।