ফেব্রুয়ারির শেষে ‘এবি সম্প্রীতি’ কাপ ক্রিকেট টুর্নামেন্ট, কলকাতা জুড়ে পড়ল হোর্ডিং
ডায়মন্ড হারবারের মডেলে এবার কলকাতায় ‘এবি সম্প্রীতি’ কাপ।
February 17, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

ডায়মন্ড হারবারের মডেলে এবার কলকাতায় ‘এবি সম্প্রীতি’ কাপ। ফেব্রুয়ারির শেষেই কলকাতায় ‘এবি সম্প্রীতি’ কাপ। মমতার সঙ্গে অভিষেকের ছবি দিয়ে কলকাতা জুড়ে হোর্ডিং। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি কাপ, দাবি উঃ কলকাতা তৃণমূল যুব সভাপতির। ফুটবলের বদলে পাইকপাড়ায় ‘এবি সম্প্রীতি’ কাপে ক্রিকেট টুর্নামেন্ট।
জানা গিয়েছে, তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। ফেব্রুয়ারি মাসের ২৪–২৭ তারিখে পর্যন্ত হবে এই প্রতিযোগিতা। আগামী ২৭ তারিথ রাজ্যের বাকি পুরসভাগুলির ভোট। তাই সবাইকে উজ্জীবিত করতেই হবে ক্রিকেট প্রতিযোগিতা।